আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray)। এবার নারী নিরাপত্তায় আরও কড়া আইন লাগুর দাবিতে কেন্দ্রকে চিঠি লিখলেন তিনি। প্রসঙ্গত মেয়েদের রাত দখল করো অভিযানের দিন পথে নেমেছিলেন তিনি। এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর এই সমর্থনকে সাধুবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ।
‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদে থাকবে শান্তনুর স্ত্রী-কন্যা
তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি আরজিকর ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন যে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তিনি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সংসদে বিল পেশ করার কথাও তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
A stringent comprehensive central act for safety of medical personnel in all hospitals, girls students in schools and colleges, inmates of asylums for rape victims,women employees in workplace is a must. Written to Union Govt for introducing Bill in winter session to that effect.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 16, 2024
মূলত শাসক দলকে চাপে ফেলতে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট মিছিল করতে চলেছে রাজ্য গেরুয়া শিবির। আজ জায়গায় জায়গায় রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এদিন দুপুর ২টোয় শহরের বিভিন্ন জায়গায় রাস্তা রোকো-র ডাক দিয়েছে বিজেপি দল। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি-র মহিলা মোর্চা। অন্যদিকে এই আন্দোলন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষ বার্তা দিয়েছেন। তিনি ‘সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..’-এর ডাক দিয়েছেন।
আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী
এর পাশাপাশি আজ সকাল থেকেই জেলায় জেলায় এসইউসির ধর্মঘট কর্মসূচি চলছে। যদিও রাস্তায় বাস পরিসেবা থেকে শুরু করে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। হাওড়া থেকে শুরু করে শিয়ালদহ ডিভিশনের সব ট্রেনই স্বাভাবিক সময়ে চলছে। এই ঘটনার প্রতিবাদে আজকেই পথে নামছে তৃণমূল সুপ্রিমো।