BJP-তে বড় ধাক্কা, উধাও সুকান্ত মজুমদারের ধর্নামঞ্চ

আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বিজেপি (BJP)-র ধর্না শুরু হওয়ার কথা ছিল। সেইমতো গতকাল বৃহস্পতিবার থেকেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে মেট্রোর ১ নম্বর গেটের কাছে…

সুকান্ত মজুমদার

আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বিজেপি (BJP)-র ধর্না শুরু হওয়ার কথা ছিল। সেইমতো গতকাল বৃহস্পতিবার থেকেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে মেট্রোর ১ নম্বর গেটের কাছে ধর্নামঞ্চ বাঁধা হয়েছিল। কিন্তু দুপুর ১২টা পেরোতেই দেখা গেল অন্য ছবি। উধাও আস্ত ধর্নামঞ্চ। তাও কিনা বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদারের ধর্নামঞ্চ উধাও হয়ে গেল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ ধর্না দিতে পারবেন কি সুকান্ত মজুমদার সহ রাজ্যের হেভিওয়েট নেতারা? ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসছে রাজ্য বিজেপি। এদিকে পুলিশ মঞ্চ খুলে নিয়ে গিয়েছে বলে দাবি রাজ্য বিজেপির। সকলের দাবি, গতকাল থেকে শুরু করে আজ শুক্রবার ভোর পাঁচটা অবধিও ধর্নামঞ্চ ছিল। ধর্নামঞ্চে বসার কথা ছিল সুকান্ত মজুমদারের। কিন্তু সেই মঞ্চ এখন উধাও।

   

এদিকে ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন এবং দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে সমগ্র বাংলা। সর্বোপরি আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUCI । অন্যদিকে আজ শুক্রবার আবার বিক্ষোভ শুরু করার কথা রয়েছে বিজেপির-ও।

শাসক দলকে চাপে ফেলতে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট মিছিল করতে চলেছে রাজ্য গেরুয়া শিবির। আজ জায়গায় জায়গায় রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।