মহালয়া (Mahalaya) মানেই দুর্গাপুজোর (Durga Puja 2025) ক্ষণগণনার শুরু। আর তার আগের শেষ রবিবারে শহর কলকাতায় (Kolkata) যা ঘটল, তা যেন এক নিঃশ্বাসে বাঙালির উৎসবচেতনার (Festive Season) স্পষ্ট প্রতিফলন। নিউ মার্কেট থেকে হাতিবাগান, গড়িয়াহাট থেকে শ্যামবাজার সর্বত্রই দেখা গেল মানুষের ঢল। শেষ মুহূর্তের কেনাকাটায় বুঁদ শহরবাসী।
রবিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। বিক্রেতাদের চোখে ছিল মেঘের ছায়া, কারণ আবহাওয়া বিঘ্ন ঘটাতে পারে এই রমরমা ব্যবসায়। কিন্তু বেলা বাড়তেই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ক্রেতারা ছুটলেন পছন্দের দোকানে। সকাল গড়াতেই নিউ মার্কেট, কলেজ স্ট্রিট, মেট্রো গলি, চৌরঙ্গি, সবখানে শুরু হয়ে গেল পায়ে চলা মানুষের মিছিল।
গড়িয়াহাটের ভিড়ে ফুটপাতে বসে প্রণববাবু ভাবছেন, ‘বউ-ছেলেকে…’
নিউ মার্কেট চত্বরে দুপুর গড়াতেই অবস্থা দাঁড়াল এমন, যে তিল ধারণের জায়গা নেই। প্রতিটি দোকানে লেগে আছে ভিড়, কেউ কিনছেন শাড়ি, কেউ বা পাঞ্জাবি, কেউ আবার খুঁজছেন জুতো কিংবা সাযুজ্যপূর্ণ গয়না। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেখা গেল পুজোর সাজগোজ নিয়ে প্রবল উৎসাহ। একজন কলেজপড়ুয়া ক্রেতা বলেন, “বছরভর অপেক্ষা করি এই সময়টার জন্য। আজ মাত্র কয়েকদিন বাকি, তাই একেবারে সবটা সেরে ফেলছি।”
হাতিবাগান, শ্যামবাজারেও একই চিত্র। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও ঘন হয়ে ওঠে। চটজলদি খাবারের দোকান থেকে শুরু করে প্রসাধনীর স্টল, সবখানে ছিল তুমুল ব্যস্ততা। অনেকে আবার জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে গয়না, ব্যাগ, জুতোও কিনেছেন। এক বিক্রেতা জানান, “আজকের বিক্রি এক কথায় অভূতপূর্ব। বহুদিন পরে এমন সাড়া পেলাম।”
উৎসবে সোনালি চমক ! MPJ জুয়েলার্সের শোরুম শুভারম্ভে অভিনেত্রী শুভশ্রী
গড়িয়াহাটের চিত্রও আলাদা ছিল না। পুজোর আগে শহরের দক্ষিণ প্রান্তের এই প্রথিতযশা বাজারেও মানুষ নেমে পড়েছিলেন ঝাঁপিয়ে। ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় সামলানো কার্যত দায় হয়ে পড়ে।
খাওয়াদাওয়ার প্রসঙ্গ না বললে এ ছবি অসম্পূর্ণ থাকবে। ফুচকা থেকে মোগলাই, কাটি রোল থেকে চাইনিজ সব খাবারেই ছিল দীর্ঘ লাইন। কেউ বলছেন, “কেনাকাটার পাশাপাশি একটু পেটপুজো না হলে কি আর পুজোর মজা হয়!” মহালয়ার আগের এদিন ছিল যেন এক সামাজিক-সাংস্কৃতিক আবেগের বহিঃপ্রকাশ।
রঙিন প্যান্ডেলের শহরে নিউমার্কেটের ফুটপাথে রবিনের সাদা-কালো পুজো!
Durga Puja will begin on September 28 and continue until October 2, 2025 across the United States. The five-day festival celebrates Goddess Durga’s victory over demon Mahishasura.#DurgaPuja2025 https://t.co/mdC6XK8BtW
— Krishnendu Mandal (@The_Krishnendu) September 14, 2025
Massive Shopping rush in Kolkata Markets before Mahalaya for Durga Puja 2025 Festive season