Kolkata: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

ফের অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার মল্লিক বাজারের (Kolkata) কাছে এক সিনেমা হলে আগুন লাগে। এদিন পার্ক শো হাউসে আগুন লাগে। ঘটনার…

ফের অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার মল্লিক বাজারের (Kolkata) কাছে এক সিনেমা হলে আগুন লাগে। এদিন পার্ক শো হাউসে আগুন লাগে। ঘটনার খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন । রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

Advertisements

এদিন পার্ক স্ট্রিট সংলগ্ন মল্লিক বাজারের ওই সিনেমা হলটির প্রজেক্টর রুমে আগুন লাগে। আগুন লাগার জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অন্যদিকে জনবহুল এলাকা হওয়ায় সাধারন মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা মহামারীর কারণে পার্ক স্ট্রিটের মল্লিক বাজার এলাকার পার্ক সিনেমা হলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে বন্ধ সিনেমাহলে কীভাবে আগুন লাগল সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।

   

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সিনেমা হলটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও নাকি তামার তার ও লাইটার ব্যবহার করে বন্ধ সিনেমা হলটিতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তুলছেন এলাকাবাসী। যদিও আগুনের কীভাবে সূত্রপাত হয়েছে সে বিষয়ে দমকল কর্মীরা কিছু জানাননি। এছাড়া এই ঘটনার জেরে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।