ই এম বাইপাসে প্লাষ্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

এ এম বাইপাসের ধরে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে (Massive Fire)। এই ঘটনাটি বুধবার দুপরে ঘটে বলে জানা গিয়েছে। এলাকার একাধিক ঝুপড়িতে…

Kolkata Building Catches Fire, Emergency Services Respond

এ এম বাইপাসের ধরে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে (Massive Fire)। এই ঘটনাটি বুধবার দুপরে ঘটে বলে জানা গিয়েছে। এলাকার একাধিক ঝুপড়িতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। যদিও খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু রাস্তার সমস্যার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে।

Advertisements

আনুমানিক ১২:৩০ নাগাদ যে ডব্লিউ ম্যারিয়ট এর পিছনে মনসাতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একাধিক ঝুপড়িতেও আগুন লেগে যায়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার খবর পাওয়ামাত্র দমকল বাহিনীকে ফোন করা হয়। কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন দমকল আসতে দেরি করে।

   

৬ টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সরু রাস্তা এবং যানজটের কারণে আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ধাপা এবং আশপাশের এলাকা।

ধাপা এলাকার এই প্লাস্টিক গোডাউনে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, যার মধ্যে প্লাস্টিকের দ্রব্য এবং সম্ভবত প্লাস্টিকের বর্জ্য অন্তর্ভুক্ত ছিল। এই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের ঝুপড়িতে লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া ই এম বাইপাস থেকে বেশ দূর থেকেও দৃশ্যমান ছিল।

ধোঁয়ার কারণে এলাকার বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। দমকল কর্মীরা প্রায় তিন ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, সরু রাস্তা এবং গোডাউনের আশপাশে ঘনবসতির কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। স্থানীয় বাসিন্দারা জানান “আগুনের ধোঁয়ায় আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। রাস্তা এত সরু যে দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে। আমরা ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি।”