Belur:আচমকা বেলুড়ের এক আবাসনে ব্যাপক বোমাবাজি! ঘটনাস্থলে বিশাল পুলিশ

ভোট গ্রহণ কেন্দ্রে নয় বা ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশেও নয়! হাওড়ার এক অভিজাত আবাসনের সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল সোমবার দুপুরের দিকে। স্থানীয় সূত্রে জানা…

belur

ভোট গ্রহণ কেন্দ্রে নয় বা ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশেও নয়! হাওড়ার এক অভিজাত আবাসনের সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল সোমবার দুপুরের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দশ থেকে বারোজনের একটি দল বাইকে চেপে এসে হাওড়ার একটি অভিজাত আবাসনের সামনে পরপর বোমা মারে। ওই আবাসনের নিরাপত্তারক্ষীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয় আরও জানা গিয়েছে যে, ওই আবাসনের আবাসিকরা যাতে ভোট দিতে না যান, সেই জন্যই নাকি বোমা মেরে ভয় দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন এদিন দুপুরে আচমকা হওড়ার বেলুড়ের বৃন্দাবন অ্যাপার্টমেন্টে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি দল। তাঁরা সকলেই বাইকে আসেন। আবাসনের নিরাপত্তারক্ষীর কোনও কথা না শুনেই তারা আবাসনের মূল গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা আবাসনের বাসিন্দাদের ভোট না দেওয়ার জন্য চাপ দেয়। পরবর্তীতে অশান্তি বড় আকার নেয়। আবাসনে রীতিমতো বোমাবাজি করে দুষ্কৃতীরা।

   

আবাসনের নিরাপত্তারক্ষী মঞ্জুর খান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যাঁরা এসেছিলেন তাঁরা সকলেই অপরিচিত। কোন রাজনৈতিক দলের, তা বলেননি। হুমকি দিয়ে বলেন, গেট বন্ধ থাকবে। কেউ বাইরে যাবেন না, আসবেন না। গেট খুললে গুলি করা হবে। জানা গিয়েছে যে প্রায় দেড় ঘণ্টা ওই আবাসনের গেট বন্ধ ছিল। পরে বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।