সকাল সকাল জেনে নিন কলকাতার বাজারদর, আদৌ কি কমল মাছ, মাংস

বেশ কিছুদিন ধরে শাকসব্জির দাম (Market Price) আকাশ ছোঁয়া হওয়ায় সমস্যায় পড়তে হয় মধ্যবিত্তদের। তাঁদের এই অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি…

market

বেশ কিছুদিন ধরে শাকসব্জির দাম (Market Price) আকাশ ছোঁয়া হওয়ায় সমস্যায় পড়তে হয় মধ্যবিত্তদের। তাঁদের এই অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশেষ সময়সীমা নির্ধারণ করে দেন । সাথে টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয় বাজারে ঘুরে সবজি থেকে মাছ, মাংসের দাম নিয়ন্ত্রণ করতে।

কলকাতার বাজারে (Market Price)  আজ বেগুন ৫০-৬০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ২০-২৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১০-১২ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৫০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি, লাউশাক ১৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি, পেঁয়াজ প্রতি কিলো ৪০-৪৫ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩০-৩৫ টাকা), আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা

   

কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, জ্যোতি আলু ১৮-২০ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৩-১৬ টাকা), চন্দ্রমুখী আলু ২২-২৫ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৮-২০ টাকা), পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, টমেটো প্রতি কিলো ৮০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, গাঁটি কচু ৩০ টাকা কিলো, মুলো ২৫-৩০ টাকা কিলো, শসা ৫০ টাকা কিলো, ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, মটরশুঁটি ৮০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো। 

সোনা-রুপোর দামে বিরাট চমক, মধ্যবিত্তের মুখে চওড়া হাসি

কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা কেজি, রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ২০০-২৫০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২২০-২৬০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, মৌরোলা ৩৫০-৪০০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ২০০-২৫০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬৫০-৭২০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৫৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা, রুই মাছ (গোটা) প্রতি কেজি ১৪০-১৬০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কেজি ২২০-২৬০ টাকা।