রবিতে হাওড়া থেকে দেরিতে ছাড়বে বহু ট্রেন, রইল তালিকা

ভারতীয় রেল সারা দেশে হাজার হাজার ট্রেন চালাচ্ছে। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয়…

রবিতে হাওড়া থেকে দেরিতে ছাড়বে বহু ট্রেন, রইল তালিকা

ভারতীয় রেল সারা দেশে হাজার হাজার ট্রেন চালাচ্ছে। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে গণনা করা হয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল সারা দেশে বিভিন্ন ধরনের ট্রেন পরিচালনা করে। কারণ ট্রেন বেশ সস্তা এবং ভ্রমণের সুবিধাজনক মাধ্যম। তবে এবার হাওড়া ডিভিশনের (Howrah Devision) যাত্রীদের জন্য রইল বড় খবর। 

ফের একবার বিপাকে পড়তে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। আজ রবিবার ৮ সেপ্টেম্বর নতুন করে বহু ট্রেনের সময় বদলে দিল দক্ষিণ পূর্ব রেল। বিশেষ করে আজ যারা হাওড়া ডিভিশনের  বিভিন্ন ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁদের চিন্তা বাড়তে চলেছে।

আজ হাওড়া ডিভিশনের একগুচ্ছ ট্রেনের সময় বদলে দিল রেল। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেনের সময় বদলে দেওয়া হয়েছে? তাহলে এক নজরে দেখে নিন তালিকা। দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আজ ট্রেন নম্বর ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল রাত ২০:২০-র বদলে রাত ১২:২০ নাগাদ ছাড়বে। ট্রেন দেরিতে চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ট্রেন নম্বর ১৮০৪৭ শালিমার-ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস আজ দুপুর ২টো নাগাদ শালিমার থেকে রওনা দেবে। এছাড়া ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া সিএসএমটি মুম্বাই মেল সন্ধে ১৯:৩৫-র পরিবর্তে রাত ২০:৩৫ নাগাদ হাওড়া স্টেশন থাকবে ছাড়বে।

এদিকে রেলের এহেন আচমকা সিদ্ধান্তের জেরে মহাফাঁপরে পড়েছেন রেল যাত্রীরা। অন্যদিকে ১৮০৪৭ শালিমার-রাঙ্গাপারা নর্থ ফেস্টিভেল স্পেশাল ট্রেনটি আগামী ৪ এবং ১৮ অক্টোবর সন্ধে ১৮:৩০-র পরিবর্তে সন্ধে ১৮:০০ মিনিটে শালিমার স্টেশন ছেড়ে যাবে। 

Advertisements