সকালে অফিস যাত্রীদের নিয়ে লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে হাওড়ার টিকিয়াপাড়ায়। যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। আর বিকেলে কলকাতার (Kolkata) চিনারপার্কে অফিস ফেরত সময়ে বাসের ধাক্কায় বহু যাত্রী জখম।
চিনার পার্কে দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে রেষারেষিতে উল্টে গেল পিকআপ ভ্যান। ঘটনাস্থলে গুরুতর জখম হয়েছেন ২২ জন।
জানা গিয়েছে, দাহকার্য সম্পন্ন করে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন বেশ কয়েকজন। একটি বাসের সঙ্গে গাড়িটির রেষারেষি চলছিল। ঠিক সেই সময় বিশ্ব বাংলা মোড়ের কাছে এই চিনার পার্ক এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা দেয়। গাড়িতে থাকা ২২ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। মূলত রেষারেষির জেরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোন কারনে বাস ও পিকআপ ভ্যানের মধ্যে রেষারেষি চলছিল এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে ২০ থেকে ২৫ মিনিটের জন্য গোটা এলাকায় যান চলাচল ব্যাহত হয়। যার ফলে তীব্র সংকটের মুখে পড়তে হয় সাধারণ যাত্রীদের।