HomeWest BengalKolkata Cityবাংলার অধ্যাপক নিয়োগে কারচুপি? মেধাতালিকায় শুধুই রোল নম্বর দিল PSC

বাংলার অধ্যাপক নিয়োগে কারচুপি? মেধাতালিকায় শুধুই রোল নম্বর দিল PSC

- Advertisement -

নিয়োগ দুর্নীতিতে নাজেহাল পশ্চিমবঙ্গ সরকার। গত কয়েক বছরে বিভিন্ন পরীক্ষার নিয়োগ ঘিরে প্রশ্ন উঠেছে। আদালতে মামলাও (PSC) দায়ের হয়েছে। জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তারপর থেকে বারংবারই রাজ্য সরকার আশ্বস্ত করে যে ভবিষ্যতে সমস্ত নিয়োগ স্বচ্ছভাবে হবে।

কিন্তু প্রতিশ্রুতিই সার। ফের রাজ্যে নিয়োগ ঘিরে কারচুপির ইঙ্গিত! এবার অধ্যাপক নিয়োগে কারচুপির অভিযোগ উঠল। ২৯ জুলাই পিএসসি ওয়েবসাইটে বাংলা অধ্যাপক পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। মোট ৮ জনের নাম সহকারী অধ্যাপক পদের জন্য প্রস্তাব করে পিএসসি। যার মধ্যে তিনজন জেনারেল, দু’জন এসসি, একজন এসটি, একজন ওবিসি বি এবং একজন পিডি।

   

আশ্চর্যের বিষয় হল এই যে, এই ৮ প্রার্থী কারওই নাম তালিকায় দেওয়া নেই। শুরুমাত্র রোল নম্বর দিয়েই দায় সেরেছে পিএসসি। আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। নাম দিলে কি কারচুপি ফাঁস হয়ে যেত? কিছু গোপন করতেই কি ইচ্ছাকৃতভাবে নাম দেওয়া হয়নি? সাধারণত চাকরির পরীক্ষার চূড়ান্ত তালিকায় নাম প্রকাশ করাই দস্তুর।

Mamata Banerjee: ‘অপদার্থ সরকার’, রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

অবশ্য অনেকক্ষেত্রে শুধুমাত্র রোল নম্বর দেওয়া হয়ে থাকে। যে পরীক্ষাগুলির মধ্যে অন্যতম আইবিপিএস। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে নিয়োগ হয় এই পরীক্ষার মাধ্যমে। কোনও দিনই এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন ওঠেনি। কিন্তু পশ্চিমবঙ্গে মতো রাজ্যে যেখানে প্রায় প্রতিটি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে ঠিক কারণে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করল না পিএসসি, তা ঘিরে ধন্দ তৈরি হয়েছে।

নাম নেই, পিএসসির তালিকায় শুধুই রোল নম্বর

এক্ষেত্রে বলে রাখা ভালো, রাজ্যের সরকারি কলেজগুলিতে অধ্যাপক নিয়োগ করে পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন)। আর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে অধ্যাপক নিয়োগ করে সিএসসি (কলেজ সার্ভিস কমিশন)। সিএসসির মেধাতালিকায় নাম এবং রেজিস্ট্রেশন নম্বর উভয়ই থাকে। তবে সেই নিয়োগ ঘিরে অতীতে নানা প্রশ্ন উঠেছে, কিন্তু পিএসসি শুধুমাত্র রোল নম্বর দিয়েই দায় সেরেছে।

সিএসসির তালিকায় নাম এবং রোল নম্বর উভয়ই রয়েছে

পিএসসির ওয়েবসাইটে psc.wb.gov.in ওয়েবসাইটি নাড়াঘাঁটা করতেই মজার জিনিস উঠে এসেছে। বিভিন্ন পরীক্ষায় অযোগ্যদের তালিকা প্রকাশ করার সময়, তাঁদের নাম এবং রোল নম্বর উভয়ই দিয়েছে পিএসসি। কিন্তু নির্বাচিত প্রার্থীদের তালিকা নেই নাম। ঠিক কী কারণে অধ্যাপক নিয়োগে জড়িত দুই সংস্থার (পিএসসি এবং সিএসসি) ভিন্ন ভিন্ন নীতি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular