মানিকতলায় বিরাট জয় পেল তৃণমূল! মুখ লুকোতে ব্যস্ত বিজেপি

নির্বাচন চলাকালীনই মানিকতলা (Maniktala Bypoll) নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচন  (Maniktala Bypoll) দাবি করেন তিনি। এ নিয়ে কলকাতা হাইকোর্টে…

Portrait of Mamata Banerjee, the Chief Minister of West Bengal, wearing a traditional white saree and offering a namaste gesture.

নির্বাচন চলাকালীনই মানিকতলা (Maniktala Bypoll) নিয়ে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচন  (Maniktala Bypoll) দাবি করেন তিনি। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন্ম তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ। 1) কোনো বুথে রি-পোল নয়। 2) মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনো প্রতিনিধি আসেনি। 3) কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনো বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল। তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।’

   

কল্যাণ চৌবেকে কটাক্ষ করে কুণাল লিখেছেন, ‘মানিকতলা ভোটে 277টা পার্ট। তার দুটো নিয়ে অকারণ নাটক করছেন কেন? তর্কের খাতিরে, যদি ঐ একটা/দুটো পার্ট রি-পোল ধরে সবকটা ভোটই আপনাকে লজেঞ্চুসের মত উপহার দিই, তাতে লাভ কী? শনিবার যে হিমালয়সম পরাজয়টা আপনার জন্য আসছে, তা ঢাকবেন কী করে? লোক নেই, ভোট নেই। নাটকবাজি?’

নগদ ছাড়া নির্ঝঞ্ঝাটে মেট্রো সফরে পেমেন্ট কীভাবে? জানুন উপায়

ভোটের দিনও কল্যাণকে কটাক্ষ করেন কুণাল। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কল্যাণ চৌবে। 2021 এ হারার পর 3 বছর এলাকায় নেই; মামলা করে উপনির্বাচনে বাধা; সাধনবাবুর মৃত্যুর পরেও ভোট আটকে পরিষেবায় বঞ্চনা; সুপ্রিম কোর্টের বকুনিতে মামলা তোলা; এতদিন পর আবার প্রার্থী হয়ে হাজির; তাতেই মানিকতলার কিছু মানুষের ক্ষোভের মুখে। নাটক করলে হবে?’

আলু ৪০, পেঁয়াজ ৫০, ১৫০ ছুঁল বেগুন – কলকাতার বাজার আগুন