নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা

নবান্নের পর এবার কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হল। জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেইসঙ্গে রেকর্ডিং-ও করতে হবে। তবে…

নবান্নের পর এবার কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হল। জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেইসঙ্গে রেকর্ডিং-ও করতে হবে। তবে এই নিয়ে নতুন করে জটিলতা দেখা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, নবান্নের মতো আজ শনিবারও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক (Mamata-Doctors Meeting) ভেস্তে যাবে?

সূত্রের খবর, ভিডিওগ্রাফির জন্য চিকিৎসকদের তরফে ভিডিওগ্রাফার আনাও হয়েছিল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এক ঘণ্টার ওপর হয়ে গেল সকলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। সূত্রের খবর, প্রতিনিধি দলের কয়েকজন জুনিয়র ডাক্তার লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানোয় বৈঠক এখনও শুরু হয়নি। তারা বলছে, লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা বৈঠকে অংশ নেবে না।  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চিকিৎসকরা বলছেন, ‘এই ভিডিওগ্রাফির ব্যাপারটা দ্বিপাক্ষিক করতে চেয়েছেন। কিন্তু সিনিয়র অফিসিয়ালসরা আমাদের অনুমতি দেনননি।’ 

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪০ থেকে ৫০ মিনিট দেরিতে হলেও আজ শনিবার সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে শুরু হয়েছে বৈঠক। আন্দোলনকারীদের ৫ দফা দাবি নিয়ে চলছে বৈঠক। আজ শনিবার দুপুরে বৃষ্টির মধ্যেই স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের ধর্নামঞ্চে গিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি আশ্বাস দেন চিকিৎসকদের দাবি মানার চেষ্টা করবেন।

আজ সন্ধে ৬টা নাগাদ এই মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ৪০ মিনিট কেটে যাওয়ার পরেও সেই বৈঠক হয়নি। তবে অবশেষে চিকিৎকদের একটি দল পৌঁছে যায় কালীঘাটে। একে একে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে কালীঘাটে হাজির রয়েছেন মুখ্যসচিব থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।

প্রশ্ন উঠছে, আজ এই বৃষ্টিমুখর রাতেই কি আরজি কর নিয়ে জট কাটবে? সেদিকে নজর থাকবে সকলের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা ইতিবাচক মনোভাব নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছেন।