কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! ভূমি দফতরের বিপুল সংখ্যক আধিকারিককে কেন বদলি করলেন?

কলকাতাঃ  রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের ৫০০ জন আধিকারিককে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। তারমধ্যে বুধবার ৭২ জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।…

mamata banerjee

কলকাতাঃ  রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের ৫০০ জন আধিকারিককে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। তারমধ্যে বুধবার ৭২ জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪১৬ জনকে বদলির নির্দেশ পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশ আধিকারিকের বিরুদ্ধেই শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

উপনির্বাচনের পরদিন আচমকা বেড়ে গেল বাংলার ৪ কেন্দ্রে ভোটদানের হার!

   

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিএলএলআরও (রাজারহাট)-কে বদলি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের ভূমি অধিগ্রহণ অফিসে। একই ভাবে বিএলএলআরও (বারাসত-২), বিএলএলআরও (স্বরূপনগর)-কেও তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিপুল অভিযোগ থাকায় এমন পদক্ষেপ করা হয়েছে। তবে বাকি অফিসারদের বদলি প্রশাসনিক প্রয়োজনে এবং স্বচ্ছতা ও গতি আনার স্বার্থে।

রাজ্যে কমবে ডাক্তারি পড়ার আসন? মেডিক্যাল কলেজগুলিকে এনএমসি-র কড়া হুঁশিয়ারিতে শঙ্কা

ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল— স্বচ্ছতা ফেরাতে কড়া পদক্ষেপ করতে হবে। ভূমি দফতরের একাংশের দাবি দীর্ঘদিন ধরে একই দফতরে একই পদে থাকার ফলে অনেকক্ষেত্রেই স্বার্থচক্র তৈরি হয়। সেটা এখানেও ব্যতিক্রম নয়। সেই জন্যই এবার এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি ঝাড়গ্রামের জেলা শাসক মৌমিতা গোদারা বসুকে সরিয়ে সুনিল আগরওয়ালকে পুরনো পদে বসালো রাজ্য।

সুকান্তর খাসতালুকে চলল বুলডোজার! অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল মমতার পুলিশ

রাজ্য জুড়ে জমি মাফিয়াদের তান্ডবে অতিষ্ট রাজ্যবাসী। এই জমি মাফিয়াদের অনৈতিক জমি কারবারির সঙ্গে যুক্ত ছিল শাসকদলের একাধিক নেতা। তাঁদের কেউ কেউ আবার হেভিওয়েট মন্ত্রীদের সঙ্গেও জড়িত। সম্প্রতি অবৈধভাবে জমি কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তারপরেই জমি কেলেঙ্কারিতে অভিযুক্তদের একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্যে প্রশাসন।