নবান্নে বিদ্যুতের বিল কমাতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাশ্রয় হল প্রায় 5 লক্ষ টাকা

বিদ্যুতের বিলে লাগাম পড়ানো অসম্ভব হয়ে উঠেছিল। নবান্নে মাত্রাতিরিক্ত হারে বাড়ছিল বিদ্যুতের ব্যবহার। তা কমাতে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এক সাবধানবাণী…

mamata banerjee on doctors protest

বিদ্যুতের বিলে লাগাম পড়ানো অসম্ভব হয়ে উঠেছিল। নবান্নে মাত্রাতিরিক্ত হারে বাড়ছিল বিদ্যুতের ব্যবহার। তা কমাতে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এক সাবধানবাণী মন্ত্রের মতো কাজ করে গেল। যা শুনে নবান্নের সকল স্তরের কর্মীদের টনক নড়ে যায়। অবশ্য সুফলও মিলল হাতেনাতে। চলতি মাসে বিদ্যুতের বিল এক ঝটকায় অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে। 

Advertisements

ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর ধমক কার্যত মন্ত্রের মতো কাজ করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এ মাসেই নবান্নে বিদ্যুতের বিল প্রায় ৫ লক্ষ টাকা কম এসেছে। নির্দিষ্টভাবে বললে, জুনের তুলনায় জুলাইয়ে নবান্নে বিদ্যুতের খরচ কমেছে ৪ লক্ষ ৭৬ হাজার ৭৪২ টাকা। 

   

অকারণে বিদ্যুৎ অপচয়ের বিষয়ে বরাবর সজাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিলের পরিমাণ মাত্রাতিরিক্ত আসছে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এ নিয়ে একাধিকবার বলতে শোনা গিয়েছে তাঁকে। পরিস্থিতি বদলাতে এবারে শক্ত হাতে হাল ধরেছেন মমতা। 

অভিষেকের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি! প্রতিবাদের ময়দানে সোচ্চার ডেরেক

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে নবান্নে অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ করে রাখা হয়েছিল। আর এতেই কার্যত পতন ঘটেছে বিদ্যুতের বিলের অঙ্কে। এমনই দাবি প্রশাসনিক মহলের। কেবল নবান্নে নয়, পাশাপাশি একাধিক সরকারি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত দপ্তর মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বাঁচিয়েছে।