ব্যারিকেড টপকে সোজা মমতার সামনে হাজির মহিলা! কী করলেন মুখ্যমন্ত্রী?

শুরু করেছিলেন (Mamata Banerjee) উত্তর থেকে। আর শেষ করলেন দক্ষিণে। মঙ্গলে কলকাতার রাজপথে কার্যত দাপিয়ে বেড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের…

mamata-banerjees-rally-in-north-and-south-kolkata

শুরু করেছিলেন (Mamata Banerjee) উত্তর থেকে। আর শেষ করলেন দক্ষিণে। মঙ্গলে কলকাতার রাজপথে কার্যত দাপিয়ে বেড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এন্টালি থেকে এদিন পদযাত্রা শুরু করেন মমতা। তৃণমূল সুপ্রিমোকে ঘিরে জনতার উৎসাহ ছিল তুঙ্গে। কেউ সেলফি তুললেন, কেউ আবার জয়ধ্বনি, এক মহিলা তো আবার নিরাপত্তা বেষ্টনি টপকে সটান হাজির হন মমতার সামনে।

   

নিরাপত্তা রক্ষীরা ওই মহিলাকে সরানোর চেষ্টা করলেও মমতা বুকে টেনে নেন তাঁকে। মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। প্রিয় দিদিকে ছুঁতে পেরে উল্লাসে ফেটে পড়েন ওই মহিলা। ভিড় থেকে অনেকে মমতাকে পুষ্পস্তবকও তুলে দেন।

Digha: রথের দিনই মাহেন্দ্রক্ষণ, বড় চমকের অপেক্ষায় দিঘা

অবশ্য মুখ্যমন্ত্রীও জনতার ভালোবাসা প্রত্যুত্তরে ভিড়ের দিকে মাঝেমধ্যেই এগিয়ে যান। কথা বলেন ভোটারদের সঙ্গে। প্রায় ৫০ মিনিট ধরে চলে মমতার পদযাত্রা। শেষ হয় বালিগঞ্জ ফাঁড়িতে এসে।

গোটা যাত্রাপথেই রাস্তার দু’পাশে ভিড় করা কর্মী-সমর্থকদের উল্লাসের ছবি ধরা পড়েছে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনেই পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। দুই প্রার্থীই মিছিলে উপস্থিত ছিলেন।

আগাগোড়াই মমতার পাশে হাঁটেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মিছিলে উপস্থিত ছিলেন দেবাশিস কুমারও। এছাড়াও ছিলেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা।

স্বামীজির স্থানে এবার মোদী! বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

এর আগে এদিন দুপুরে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট ২ নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। সেই মিছিলেও প্রচুর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মমতার সঙ্গে পা মেলান তাঁরা। মিছিল থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিকে শ্রদ্ধাও জানান মুখ্যমন্ত্রী।

এই দুই পদযাত্রা পর দক্ষিণ কলকাতার কেন্দ্রের বেহালায় জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১ জুন, সপ্তম দফায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে নির্বাচন। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। বাম-কংগ্রেস জোটের তরফে লড়ছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

অন্যদিকে, দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়। বিজেপি টিকিট দিয়েছে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী রায়কে। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।