ইসকনের রথযাত্রা: এবার কে করবেন উদ্বোধন? কোন পথে গড়াবে রথের চাকা?

after-15-days-of-closure-digha-jagannath-temple-reopens-gates-for-devotees
after-15-days-of-closure-digha-jagannath-temple-reopens-gates-for-devotees

এই বছর ৫৩তম বর্ষে পর্দাপণ করেছে ইসকনের রথযাত্রা। আগামী ৭ জুলাই রথ উপলক্ষে সেজে উঠছে ইসকন। ধুমধাম করে বেরবে রথ। সকাল আটটায় ইসকন মন্দির থেকে প্রথমে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে তোলা হবে রথে। এরপর দুপুর দু’টো নাগাদ রথে উঠে হবে উদ্বোধনী আরতি। তারপরই রথের রশিতে টান পড়বে।

এবারও ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই অ্যালবার্ট রোড থেকে মুখ্যমন্ত্রী একটি পার্কের নামকরণ এবং আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের নতুন মন্দিরে উদ্বোধন করবেন।

   

গতবছর নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নাচের গ্রুপ ইসকনের রতের উদ্বোধনে নৃত্য পরিবেশন করেছিলেন। এবারও থাকছে তাঁদের পরিবেশনা। সঙ্গে থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিদিনই চলবে ভোগ দান। ইসকনের তরফে খবর, প্রায় দেড়শোর বেশি দেশের প্রতিনিধিরা এই রথযাত্রায় অংশ নেবেন।

কোন রুটে রথ?

দুপুর ২টো নাগাদ মিন্টো পার্কের ৩সি অ্যালবার্ট রোড মন্দির থেকে রথ বেরবে। সেখান থেকে এজেসি বসু রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড,আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে রথ।

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ অসম্পূর্ণ, মানলেন মমতাও, জানালেন কবে গড়াবে রথের চাকা

আগামী ১৪ জুলাই পর্যন্ত রথ থাকবে পুণ্যার্থীদের দর্শনের জন্য। আগামী ১৫ জুলাই সোমবার হবে উল্টোরথ। সেদিন ফের ব্রিগিড প্যারেড গ্রাউন্ড থেকে মিন্টো পার্কের ৩সি অ্যালবার্ট রোড মন্দিরে পৌঁছবে রথ। ওই দিন বেলা ১২টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রথ বেরোবে। সেখান থেকে আউট্রাম ঘাট থেকে বাঁদিকে নিয়ে জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, সিআইটি রোড, সুরাওয়ার্দি এভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সরণি, হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে ৩সি অ্যালবার্ট রোড ফিরবে রথ।

ইসকনের রথে ভোগ অন্যতম আকর্ষণীয়। ক্রমশ বাড়ছে ভোগ নিতে আগ্রহীর সংখ্যা। ২০১৯ সালে ১৯ লক্ষ মানুষকে ভোগ খাওয়ানো হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে হয় ২৫ লক্ষ। ২০২৩ সালে প্রায় ২৭ লক্ষ ভক্তকে ভোগ খাওয়ানো হয়েছিল। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন