২২ জানুয়ারি শুরু হতে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

২২ জানুয়ারি, ২০২৬, কলকাতা বইমেলা, যে মেলা প্রতিবার সাহিত্যপ্রেমীদের এক নতুন পৃথিবী উপহার দেয়, এবারের আয়োজন হতে চলেছে আরও বৃহত্তর ও আকর্ষণীয়। প্রতি বছরের মতো,…

Mamata Banerjee to Lead the Inauguration of Kolkata Book Fair This January

২২ জানুয়ারি, ২০২৬, কলকাতা বইমেলা, যে মেলা প্রতিবার সাহিত্যপ্রেমীদের এক নতুন পৃথিবী উপহার দেয়, এবারের আয়োজন হতে চলেছে আরও বৃহত্তর ও আকর্ষণীয়। প্রতি বছরের মতো, এবারও কলকাতা শহর বইপ্রেমী মানুষদের এক জায়গায় এনে বিশ্ব সাহিত্যের এক বিশাল ভান্ডার উপস্থাপন করতে চলেছে। কলকাতার করুণাময়ী ময়দানে বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) ।

Advertisements

এ বছর বইমেলার থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এই দেশটি তার সাহিত্য, সংস্কৃতি, এবং ইতিহাসের জন্য বিশ্ববিখ্যাত। আর্জেন্টিনার খ্যাতনামা (Mamata Banerjee) সাহিত্যিকদের কাজ ও তাদের কাব্যিক শক্তি মেলায় বিশেষ গুরুত্ব পাবে। বইমেলার মধ্যে আর্জেন্টিনার সাহিত্য ও সংস্কৃতির ওপর বিশেষ প্রদর্শনী থাকবে, যেখানে দর্শকরা আর্জেন্টিনার বিখ্যাত লেখকদের সম্পর্কে জানতে পারবেন। প্রতিবছরের মতো এবারও বইমেলা বিশ্বের নানা দেশের বই, সাহিত্য, ও সংস্কৃতিকে একসাথে সম্মিলিত করবে। (Mamata Banerjee) বিভিন্ন ধরনের স্টলে স্থান পাবে ছোট-বড় প্রকাশনা সংস্থাগুলি, যেখানে থাকবে বাংলাসহ বিভিন্ন ভাষার বই। নতুন বইয়ের পাশাপাশি, বিশেষ করে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক সাহিত্য সম্পর্কিত বইয়েরও বিশাল সম্ভার থাকবে। সেমিনার, আলোচনা, সাহিত্য অনুষ্ঠান, এবং লেখক-লেখিকার সাথে আড্ডা, সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ পরিবেশ বইপ্রেমীদের জন্য অপেক্ষা করছে।

   

 

 

 

Advertisements