ধর্ষকের শাস্তি ফাঁসি, ১০ দিনের মধ্যে বিল পাস বিধানসভায়! ঘোষণা মমতার

বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেই কাজটা আগামী ১০ দিনের মধ্যেই সম্পূর্ণ করবেন। বুধবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা…

mamata banerjee says capital punishment for rapists will pass bill in wb assembly within 10 days , ধর্ষকের শাস্তি ফাঁসি, ১০ দিনের মধ্যে বিল পাস বিধানসভায়! ঘোষণা মমতার

বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেই কাজটা আগামী ১০ দিনের মধ্যেই সম্পূর্ণ করবেন। বুধবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্পিকারকে বলে আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাশ করে আমরা রাজ্যপালের কাছে পাঠাব।’ পাশাপাশি মমতার হুঁশিয়ারি, রাজ্যপাল যদি সেই বিলে স্বাক্ষর না করেন, তাহলে রাজভবনে গিয়ে ‘মেয়েরা ও ভাইয়েরা’ ধর্নায় বসবেন।

সূত্রের খবর, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল। 

   

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য সরকার চেয়েছিল যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সাতদিনের ব্যবস্থা করা হোক। সেইসঙ্গে কামদুনির ধর্ষণ কাণ্ড নিয়ে মমতা জানান যে রাজ্য সরকার ফাঁসি চেয়েছিল ধর্ষকদের। তবে আদালতের রায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন করেছিলেন যে দ্রুত ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করা হোক। কিন্তু তাতে ভ্রূক্ষেপ করা হয়নি। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাতদিনের মধ্যে সেই আইন প্রণয়ন করে ফেলতেন বলে দাবি করেন মমতা। তাঁর মতে, ধর্ষকদের একমাত্র শাস্তি হল ফাঁসি। আর কিছু নয়। এই একটা কাজ করলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। দুর্বৃত্তরা ঠান্ডা হয়ে যাবে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ছাত্রদের মঞ্চেই মমতার ঘোষণা, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেই কাজটা আগামী ১০ দিনের মধ্যেই সম্পূর্ণ করবেন।

আতঙ্কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আরজি কর কাণ্ডে বললেন ‘এনাফ ইজ এনাফ’

এই ইস্যুতে এ দিন রাজ্যপালকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা। বলেন, ‘আমি জানি, রাজার পাঠ। রাজাবাবু কিছু করবেন না। না করলে মনে রাখবেন, মেয়েরা রাজভবনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবেন। ভাইয়েরাও থাকবেন। এই বিলে সই করতেই হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায় সারলে হবে না।

রাজ্যপালের বিরুদ্ধে ওটা শ্লীলতাহানির অভিযোগ টেনে এ দিন আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘আপনি আবার বড়-বড় কথা বলেন কী। রাজভবনের একজন মহিলা কর্মীকে আপনি নির্যাতন করেন। মেয়েটা বিচার পায়নি। আতঙ্কিত হয়ে পড়েছিল। তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি। তাকে আমি সরিয়ে দিয়েছি। থাকার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? লজ্জা নেই?’