মমতার পদত্যাগের দাবিতে মুখরিত বিধানসভা

আজ মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া আইন পেশ করল রাজ্য সরকার। এদিকে এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সরকারের সমালোচনা করতে…

আজ মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া আইন পেশ করল রাজ্য সরকার। এদিকে এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সরকারের সমালোচনা করতে ছাড়েন না তিনি। শুভেন্দু দাবি তোলেন, এই বিলকে আইনের পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর। এই বিষয়ে এবার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি বলেন, ‘আপনাদের কাছ থেকে জ্ঞান নেব না। এই বিল ঐতিহাসিক।প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে। এই বিলে আমরা দোষীদের চরমতম শাস্তির কথা উল্লেখ করেছি। সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে একটা অভিশাপ। ধর্ষককে শাস্তি দিক সিবিআই। আমরা কিন্তু প্রথম থেকেই শাস্তি চেয়েছিলাম। বিরোধী দলনেতা বলছেন এই বিলটিকে আইনে পরিণত করার দায়িত্ব আমার। কিন্তু আমি বলছি, আপনি রাজ্যপালকে বলুন এটিতে সই করে দিতে।’

   

এদিকে মমতার ভাষণ চলাকালীন বিধানসভায় মমতার পদত্যাগের দাবিতে মুখরিত হয়ে ওঠে বিধানসভা। যাইহোক। এদিন তিনি আরও বলেন, ‘মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হতে হবে। সবাই বাংলার কথা বলছে। কই কেউ তো উন্নাওয়ের কথা একবারও বললেন না। হাথরসে প্রসঙ্গ কেন আনল না বিজেপি?’

এদিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের হার কতটা তা নিয়ে গর্জে ওঠেন মমতা। বলেন, ‘মেয়েদের ধর্ষণের ঘটনায় বিজেপি শাসিত রাজ্য রেকর্ড গড়েছে। উত্তরপ্রদেশে ৭ লক্ষ, গুজরাটে ৫ লক্ষ মেয়েদের ধর্ষণ করা হয়েছে। কিন্তু বাংলায় দেড় লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে। কলকাতা শহর হল সবথেকে সুরক্ষিত শহর। ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্করণ প্রয়োজন আছে। বাংলা মাকে অসম্মান করা হচ্ছে।’