মহালয়ার আগেই দুর্গোৎসবে মাতল কলকাতা, উদ্বোধনে মমতা

কলকাতা: আবার শুরু হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মহালয়ার আগেই কলকাতার রাস্তায় ভিড়, আলো আর আনন্দের জোয়ার। শনিবার থেকেই শহরের বিভিন্ন মণ্ডপে পুজো উদ্বোধন শুরু…

কলকাতা: আবার শুরু হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মহালয়ার আগেই কলকাতার রাস্তায় ভিড়, আলো আর আনন্দের জোয়ার। শনিবার থেকেই শহরের বিভিন্ন মণ্ডপে পুজো উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরের প্রথম দিনেই তাঁর সূচিতে ছিল শহরের তিনটি বড় মণ্ডপ। বিকেলের পর একে একে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

উত্তর কলকাতার অন্যতম আকর্ষণ হাতিবাগান সর্বজনীনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল মুখ্যমন্ত্রীর পুজো যাত্রা। এরপর টালা প্রত্যয়ের আলো জ্বেলে উৎসবের আমেজ বাড়িয়ে দিলেন তিনি। সবশেষে গেলেন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। অভিনব আলোকসজ্জা ও থিমের জন্য প্রতি বছর শ্রীভূমির আলাদা কদর রয়েছে। এবছরেরও ব্যতিক্রম নয়। উদ্বোধনের মুহূর্ত থেকেই মানুষের ভিড় জমে গেল শ্রীভূমির মণ্ডপে।

   

আগামী রবিবার মহালয়ার দিনও একগুচ্ছ নামজাদা পুজোর উদ্বোধনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রথমে নজরুল মঞ্চে প্রকাশ করবেন দলীয় মুখপত্র জাগোবাংলা-র উৎসব সংখ্যা। এরপর দক্ষিণ কলকাতার ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লির উদ্বোধনে তাঁর যাওয়ার কথা রয়েছে। নাকতলা উদয়ন সংঘের উদ্বোধনে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন।

এছাড়াও বিশেষ তাৎপর্যপূর্ণ চেতলা অগ্রণীর উদ্বোধন রয়েছে সূচিতে। এখানে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় স্বহস্তে মায়ের চোখ আঁকেন। এই মণ্ডপ থেকেই ভার্চুয়ালি সংযুক্ত থাকেন রাজ্যের একাধিক জেলার পুজো উদ্বোধনের সঙ্গে। গত কয়েক বছর ধরে এইভাবেই জেলার বিভিন্ন প্রান্তে দুর্গোৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এবছরও সেই ঐতিহ্য বজায় থাকছে।

Advertisements

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার দিন দুপুর থেকে শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উদ্যোক্তাদের দাবি, আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের হাত ধরে আগেভাগেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে যাবে।

দর্শনার্থীদের ভিড় সামলাতে পুলিশ প্রশাসনও প্রস্তুত। বিশেষ হেল্পলাইন নম্বর চালু থাকবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। বাড়তি পুলিশ মোতায়েন থাকবে ভিড় নিয়ন্ত্রণে। ট্রাফিক ব্যবস্থাও মসৃণ রাখার পরিকল্পনা রয়েছে লালবাজারের।

শনিবার হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের মধ্য দিয়ে কার্যত শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসব। একের পর এক নামজাদা মণ্ডপে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের ফলে আরও জমে উঠবে শহরের উৎসবের আবহ। কলকাতার আকাশে মেঘলা আবহাওয়া থাকলেও শহরবাসীর মনে এখন কেবল উৎসবের রঙ।