বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে গিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। এইদিন তিনি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গিয়েছিলেন। নদিয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়াম থেকে কৃষ্ণনগরের প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে ফাঁস করলেন বিজেপির বিশেষ কৌশল। তিনি এইদিন দাবি করেন, আমলা এবং পুলিশের শীর্ষকর্তাদের ফোন করে বিজেপির হয়ে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে । শুধু তাই নয় মহুয়ার সমর্থনে তিনি বলেন, “মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। ও মুখে উপর কথা বলে দেয়। ভয় পায় না।”
এইদিন তিনি সভাস্থল থেকে দাবি করেন, ” আমি জানি, আইএএস, আইপিএস অফিসারদের, যাঁর যে রাজ্যে বাড়ি, সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলানো হচ্ছে, বিজেপির পক্ষে যেন কাজটা তাঁরা করেন।” এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলনা টানেন।
এইদিন তিনি মহুয়াকে মৈত্রকে বাঘ বলে তুলনা করেন। বলেন, ”ও লড়াই করে বাঘের বাচ্চার মতো।” মুখ্যমন্ত্রী দাবি, মহুয়া মৈত্র যেহেতু বলে দিয়েছিলেন দেশে কী চলছে সেই রাগ থেকেই বহিষ্কার করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজমাতাকে। দেখার বিষয় লড়াই কতটা জমজমাট হতে চলেছে। আজ রাতেই শহরে আসছেন প্রধানমন্ত্রী। আজ তিনি রাজভবনে রাত কাটিয়ে আগামীকাল তিন জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন।