Loksabha election 2024: সবচেয়ে বড় কয়লা এবং গরু চোরের নাম জানালেন মমতা

লোকসভা ভোটের পঞ্চম দফার প্রচারে আমডাঙ্গায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকে জন্য এইদিন তিনি সভা করলেন। সভা শুরুতেই তিনি…

mamata banerjee

লোকসভা ভোটের পঞ্চম দফার প্রচারে আমডাঙ্গায় সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকে জন্য এইদিন তিনি সভা করলেন। সভা শুরুতেই তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। প্রসঙ্গত রবিবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর জন্য প্রচার করতে ভাটপাড়ায় এসেছিলেন নরেন্দ্র মোদী।

তাঁকে এইদিন কটাক্ষ করে তিনি বলেন, ” মোদী নাকি ব্যারাকপুর থেকে কিছু গ্যারান্টি দিয়েছেন শুনলাম। বলেছেন, ক্যা মতুয়াদের করতেই হবে। গায়ের জোরে হবে না। আপনার লজ্জা করে না, আপনি মতুয়াদের অধিকার কাড়তে এসেছেন? মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে।”

   

শুধু তাই নয়, মোদীকে মিথ্যেবাদ বলে উল্লেখ করেন। রেশন নিয়ে তিনি বিজেপি সরকারকে তুলোধনা করলেন। শুধু তাই নয় এইদিন তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন মমতা বলেন, ‘‘সন্দেশখালির মা-বোনেদের সম্মান কী ভাবে নষ্ট করেছেন, লজ্জা করে না?’ এইদিন তিনি চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কয়লা চোর তো কেন্দ্রীয় সরকার। একটু থেমে তিনি ‘বিএসএফ’কে গরু চোর বলে কটাক্ষ করেন। এইদিন তিনি মোদীকে হিংসুটে এবং কুচুটে বলে উল্লেখ করেন।

এইদিন তিনি আরও বলেন, ” মমতার কথায়, ‘‘কুৎসা করে, অপপ্রচার করছে। আজকে মোদী দেশ, জাতি, ধর্ম, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে। ১০০ দিনের টাকা লুঠ করেছে। বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন। একটা ছেলে মেয়েকেও চাকরি দেননি। মানুষখেকো বাঘ শুনেছেন, চাকরিখেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরিখেকো বাঘ।’’ এইদিন তিনি রাজ্যপাল প্রসঙ্গে বলেন, ” , প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি সংবিধান সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ আমার প্রযোজন থাকলে রাস্তায় কথা বলতে হবে। ”