আজ রাজ্য সরকারি দফতরে অর্ধদিবস, ঘোষণা মমতার

শনিবার এমনিতেই রাজ্য সরকারি বেশিরভাগ দফতরই বন্ধ থাকে। তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলো খোলা থাকে। কিন্তু, এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী এ দিন ঘোষণা করেছেন…

short-samachar

শনিবার এমনিতেই রাজ্য সরকারি বেশিরভাগ দফতরই বন্ধ থাকে। তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলো খোলা থাকে। কিন্তু, এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী এ দিন ঘোষণা করেছেন যে, শনিবার রাজ্য সরকারি যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।

   

কারণ কী?

সেই বিষয়টিও স্পষ্ট করে এক্স হ্যান্ডেল পোস্টেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না। এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।”

শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন পশ্চিবঙ্গের প্রাক্তন কারামন্ত্রী তথা আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী। তিনি টানা সাত বার আরএসপির টিকিটে জয়ী হয়েছিলেন বালুরঘাট বিধানসভা থেকে। ১৯৭৭ সালে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৮৭ সালে টানা বামফ্রন্ট সরকারের কারা ও সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছিলেন।

নিম্নচাপের জের, কাঁপানো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?

২০১১ সালে বালুরঘাটেই তৃণমূলের শঙ্কর চক্রবর্তী বিশ্বনাথ চৌধিরীকে পরাজিত করেন।

 ক্যানসারে আক্রান্ত বিশ্বনাথবাবুর চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসার খরচ বহন করতে পারছিল না তাঁর পরিবার। আরএসপি দলের পক্ষেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। সেই খবর পান মুখ্যমন্ত্রী। তারপরই বিশ্বনাথবাবুর চিকিৎসার সব ব্যবস্থা এসএসকেএম হাসপাতালে করে দেওয়া হয়। ১৬ জুলাই থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্বনাথের মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই পরবর্তী কাজ হবে।

Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!