ফের স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নীরবতা ভেঙে ফিরলেন আবার। বুধবার তৃণমূল ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবসে ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ো রোডে আয়োজিত এই দলীয় সভায় আরজি কর নিয়ে বিজেপিকে আক্রমণ করে বক্তব্য রাখেন মমতা।
পুলিশের কাঁদানে গ্যাস খেয়ে অসুস্থ সুকান্ত, গাড়িতে করে ছাড়লেন বিক্ষোভস্থল
এদিনের মঞ্চ থেকে কার্যত আক্রমনাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন তিনি। মমতা বলেন, “আরজি করের পাশাপাশি মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশের নারী নির্যাতিত হয়েছে। নির্যাতিত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা শান্তি চাই, বিচার চাই, বিজেপির ডেড বডি চাই। বিজেপি কিন্তু আসল আন্দোলন থেকে জল ঢেলে দিল। গতকাল পুলিশকে মেরেছে, কান, মাথা ফাটিয়ে দিয়েছে। আমি পুলিশকে স্যালুট জানাই। বিজেপি রেলের সিগন্যাল ভেঙেছে। এখন কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রীয় সরকারের দলদাস।আমি কোনওদিন এমন কেন্দ্র সরকার দেখিনি। বাংলাকে বদনাম করার চক্রান্ত বিজেপির। নরেন্দ্র মোদী শুধু এজেন্সি লাগাতে জানে মানুষের পেছনে। মনিপুরের ঘটনায় তো প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি। এই কিছুদিন আগে উপনির্বাচনে গোহারা হেরে লজ্জা নেই বিজেপির?
বিজেপির ডাকা বুধবারের বনধ রুখতে মরিয়া নবান্ন, জারি গুচ্ছ নির্দেশিকা
মমতা আদালতের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “আইনজীবীদের বলব বিজেপিকে ছেড়ে দেবেন না। মানুষ বিচার পায় সেটা দেখবেন। আমরা চাই দ্রুত ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসি হোক। কামদুনিতেও আমরা ফাঁসি চেয়েছিলাম। ওরা ১০ বছর হলে ছেড়ে দিতে চায়। কেন ধর্ষককে ছেড়ে দেওয়া হবে? এই কি প্রধানমন্ত্রীর ন্যায় সংহিতা? একমাত্র শাস্তি ফাঁসি। সোশ্যাল মিডিয়ায় বিরোধী নই, তবে অনেক কুত্সা করা হয়। এআই-এর মাধ্যমে ফেক ছবি বানানো হয়, আমার গলা ব্যবহার করে।
নির্যাতিতার অপরাধীর ফাঁসি নিয়ে এদিন শুরু থেকে আগ্রাসী ভূমিকায় ছিলেন। এদিনের সভায় বলেন, “বিধানসভায় আগামী দশদিনের মধ্যে ফাঁসি চাই, ধর্ষণ বিরোধী এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রাজ্যপাল কিছু না করলে রাজভবনে গিয়ে জবাব চাইবে রাজ্যের মহিলারা।
রেশন দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর, বিরাট স্বস্তি বাকিবুর-শঙ্কর আঢ্যদের
মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে আক্রমনাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “কাল কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রী তো নেই বিজেপির সঙ্গে। বাংলা সবাইকে ভালোবাসে, কিন্তু বাইরে থেকে এসে বাংলাকে অশান্ত করলে প্রত্যেককে খুঁজে বের করা হবে আর শাস্তি হবে।
মমতা নির্যাতিতার দোষীদের গ্রেফতারের বিলম্ব হওয়া প্রসঙ্গে বলেন, “নির্যাতিতার বাড়িতে গিয়েছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। সিবিআই চলে এল, আজ কদিন হল সিবিআই, ১৬ দিন হয়েগেল কোথায় গেল বিচার, বিচার চাই বিচার চাই, জবাব দাও সিবিআই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই।”
আমি জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। নিই নি। আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি। আমার সহানুভূতি রয়েছে। আমি যদি লিগ্যাল অ্যাকশন নিলে তাঁর জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনারা আস্তে আস্তে কাজে যোগ দিন। আগামী শনিবার ফাঁসির দাবিতে ব্লকে ব্লকে ধর্না বসার জন্য মেয়েদের দলীয় মঞ্চ থেকে সরাসরি আহ্বান মমতার।