বাংলার বাইরেও প্রার্থী দিচ্ছে ঘাসফুল শিবির

১০ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই প্রার্থী তালিকায় যেমন রয়েছে একাধিক চমক তেমনি বেশ কিছু পুরোনো মুখে…

১০ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই প্রার্থী তালিকায় যেমন রয়েছে একাধিক চমক তেমনি বেশ কিছু পুরোনো মুখে আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শুধু তাই নয় বাংলায় যে তৃণমূল একাই লড়বে তা স্পষ্ট হয়ে গেল এইদিনই। কার্যত এইদিন সব দলের সঙ্গে যে ঘাসফুল বাংলায় টক্কর দিতে যে প্রস্তুত তাও বোঝা গেল।

শুধু তাই নয় বাংলার বাইরেও তিনটে রাজ্যে প্রার্থী দিচ্ছে ঘাসফুল শিবির। লোকসভা নির্বাচনে যে তাঁরা কোমর বেঁধে নামছে এই বিষয়ে কোনও দ্বিমত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনই মঞ্চ থেকে ঘোষণা করলেন যে আগামী লোকসভা নির্বাচনে তাঁরা উত্তরপ্রদেশ, অসম এবং মেঘালয়েও লড়াই করবে।

kolkata24x7-sports-News

   

প্রসঙ্গত উত্তরপ্রদেশে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘাস্ফুল শিবির। অসম এবং মেঘালয়ে তৃণমূল কত আসনে প্রার্থী দেবে তা এখনও জানা যায়নি। তবে তৃনমূল কি তার জাতীয় দলের তকমা ফিরে পাওয়ার জন্য আবার মাঠে নেমে পড়েছে , সেই নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ কিছুদিন আগেই জাতীয় দলের তকমা হারিয়েছে ঘাসফুল শিবির। আপাতত ‘স্টেট’ পার্টির তকমা রয়েছে ঘাসফুল শিবিরের মাথায়! পুরোনো জমি ফিরে পেতেই কি মরিয়া তৃণমূল? সেটা সময়ই বলবে তবে আবার তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল পুরোনো হুঙ্কার, ” দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। বাংলা ঠিক করবে। বাংলাই পথ দেখাবে।”