Ramnavami: রামনবমীর জন্য একযোগে শুভেচ্ছাবার্তা মমতা-মোদীর

রামনবমীর (Ramnavami) প্রাক্কালে সেজে উঠেছে অযোধ্যা। আজ ভোর রাতে দুধ দিয়ে রামলালার অভিষেক করা হয়। রামলালার মূর্তিতে সাদা ধুতি পরিয়ে দুধ দিয়ে স্নান করানো হয়। তাঁরপরে মন্দিরের পুরোহিতরা একযোগে মন্ত্র উচ্চারণ করেন । সেই মন্ত্র উচ্চারণের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ই দিনে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। সকাল থেকেই চলছে বিশেষ পূজার্চনা। নির্দিষ্ট সময়ে রামলালার কপালে আজ দেখা যাবে সূর্যতিলক।

Advertisements

   

দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি’। এখানেই শেষ নয় তিনি সমাজমাধ্যমে আরও লেখেন যে, ” অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী হল আজ। এটি এই প্রজন্মের কাছে মাইলফলক।” রামনবমীর প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে লেখেন, ” রাম নবমীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। সবার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখার আবেদন জানাই। “

প্রসঙ্গত রামনবমী প্রসঙ্গে উত্তরবঙ্গের সভা থেকে একে অপরের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মোদী-মমতা। রামনবমী উপলক্ষে আজ রাজ্যজুড়ে অসংখ্য মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বদ্ধপরিকর প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements