বিজেপি নেতাদের নামের আগে কী লিখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটের বাকি আর এক দফা! আগামী শনিবার লোকসভা ভোটের সপ্তম দফার ভোটগ্রহণ। লোকসভা ভোটের শেষ দফার আগে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।…

mamata banerjee

লোকসভা ভোটের বাকি আর এক দফা! আগামী শনিবার লোকসভা ভোটের সপ্তম দফার ভোটগ্রহণ। লোকসভা ভোটের শেষ দফার আগে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার রাতে সমাজমাধ্যমে লেখেন যে, বিজেপি নেতারা নিজের নামের আগে প্রাক্তন লিখতে চেষ্টা ক্রুন। কারণ হিসেবে তিনি এও উল্লেখ করেন যে, আগামী ৪ই জুন এর পরে বিজেপি আর ক্ষমতায় থাকবে না। শুধু তাই নয়, তিনি এও যুক্ত করেন যে বদল শুধু সময়ের অপেক্ষা।

গত বুধবার রাজ্যে ম্যারাথন সভা করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয় তিনি দিনের শেষে করেন রোড শো। অন্যদিকে প্রচারের শেষ লগ্নে ঝড় তোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এইদিন জনসভা থেকে দাবি করেন যে উনি এখন আর প্রধানমন্ত্রী নয়। উনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি সমাজমাধ্যমে লেখেন যে, ” বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

   

আজ বৃহস্পতিবার মেটিয়াবুরুজের একসঙ্গে জনসভা করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাকদ্বীপে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। কার মুখে শেষ হাসি ফুটবে তা জানা যাবে আগামী ৪ জুন। তার আগে মমতার বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।