বাড়ি আসছি বলেই উধাও হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক! আজব কাণ্ড মালদায়

ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফিরছে না ভিন রাজ্যের শ্রমিকরা! এমনিই আজব ঘটনার ঘটল মালদহে। একটি বাংলা সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের সুত্রত ধরে জানা গিয়েছে…

malda migraint wokrer

ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফিরছে না ভিন রাজ্যের শ্রমিকরা! এমনিই আজব ঘটনার ঘটল মালদহে। একটি বাংলা সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের সুত্রত ধরে জানা গিয়েছে যে মালদহ থেকে উত্তর প্রদেশের কানপুর, দিল্লি ও বিহারের পাটনায় কাজে গিয়ে আর সন্ধান মিলছে না তাদের। সূত্র মারফৎ জানা গিয়েছে , ওই তিনজনই পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে গিয়েছিল। সেখানে গিয়ে কাজও করছিল। কিন্তু কিছু কারণবশত তারা রাজ্যে চাইছে বলে বাড়িতে জানায় কিন্তু তারপরেই তাঁরা উধাও হয়ে গিয়েছে। এই ঘটনায় রহস্যের তত্ত্বও খাঁড়া হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে মালদহর ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, সেখানে কাজ করার সময় তাঁর মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর ১০০ টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার চার দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই শিবাইয়ের।

   

অন্যদিকে অন্যদিকে একই রকম ভাবে মালদার মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা। উত্তর প্রদেশের কানপুরে কাজে যায়। ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে। ১৯ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক। সেই সময় মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল তারপর থেকে নিখোঁজ ওই যুবক।

প্রসঙ্গত এই দুই ক্ষেত্রেই পুলিশি কোনও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ পুলিশের বক্তব্য তাঁরা যে স্থান থেকে নিখোঁজ সেই স্থানে গিয়ে অভিযোগ করতে। ঠিক একই রকম ভাবে, মালদার রতুয়ার পুখুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত একমাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে এলেও কোন খোঁজ মেলেনি শেখ আইবুলের।