বেহালার স্কুলে দুঃসাহসিক চুরি! ভাঙা হল সাতটি আলমারি, নগদ টাকাও উধাও

ব্যাপক চাঞ্চল্য বেহালায়। বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে দুঃসাহসিক চুরি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে প্রধান শিক্ষিকার ঘরে তালা ভেঙে হানা দেয় চোরেরা।…

behala school

short-samachar

ব্যাপক চাঞ্চল্য বেহালায়। বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে দুঃসাহসিক চুরি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে প্রধান শিক্ষিকার ঘরে তালা ভেঙে হানা দেয় চোরেরা। ভেঙে ফেলা হয় সাতটি আলমারি।

   

শুক্রবার ও শনিবার দোল উপলক্ষে বন্ধ ছিল স্কুল। বন্ধ থাকায় ঘটে যায় এত বড় কাণ্ড। অবাক সকলেই। এখনও পর্সন্ত ভাবতে পারছেন না স্কুলের শিক্ষিকারা। জানা যাচ্ছে, আজ সকালে স্কুলের ভিতরে থাকা গাছে জল দিয়ে এসে কেয়ারটেকার দেখেন যে স্কুল একেবারে ফাঁকা করে দিয়ে গিয়েছে চোরেরা।

কেয়ারটেকার জানিয়েছেন যে তিনি স্কুলে এসেই দেখেন যে গেটের তালা ভাঙা। এছাড়াও তিনি দেখেন সে টিচার ইনচার্জের ঘর এবং আরেকটা ঘরের তালা ভেঙে চুরি করা হয়েছে। চারিদিকে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। কেয়ারটেকার বুঝতে পারেন লুটপাট করেছেন চোরের দল। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন স্কুলের শিক্ষিকাদের। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়।

জানা যাচ্ছে স্কুলের ভিতরে থাকা ৭টা আলমারি ভেঙে ফেলা হয়েছে। একটা আলমারি থেকে প্রায় ১০ হাজার টাকা চুরি ফিয়েছে। বাকি আলমারিগুলো থেকে অনেক ফাইল ঘাঁটা হয়েছে বলে জানা গিয়েছে। কে বা কারা করেছে এমন ঘটনা, ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।