HomeWest BengalKolkata Cityরামনবমীর দিন ভয়ঙ্কর ঘটনা ঠাকুরপুকুরে, বেপরোয়া গাড়ির পরপর ঢাক্কা ৯ জনকে

রামনবমীর দিন ভয়ঙ্কর ঘটনা ঠাকুরপুকুরে, বেপরোয়া গাড়ির পরপর ঢাক্কা ৯ জনকে

- Advertisement -

Thakurpukur Accident: রামনবমীর সকালে ঠাকুরপুকুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাজারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ঢাক্কা বেপরোয়া গাড়ির। জানা গিয়েছে, পরপর সাত-আটজনকে ঢাক্কা মারে ওই কালো রঙের গাড়ি। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরই গাড়িটিকে ধরে ফেলেন সাধারণ মানুষ। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসেন ২ জন মহিলা এবং একজন পুরুষ। এই ৩ জন ছাড়াও ছিলেন গাড়ির চালক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রথমে ওই গাড়িটি হাসপুকুর এলাকায় প্রায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মারে। তারপরই এই চলন্ত গাড়িটি ঢুকে পড়েন ঠাকুরপুকুর বাজারে। সেখানে ৮ থেকে ৯ জনকে ধাক্কা মারে। এরপরই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটিকে ধরে ফেলে সাধারণ মানুষ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রাই দরজা খুলে বার করে আনেন ৩ জনকে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল।

   

রবিবার হওয়ার ফলে স্বভাবতই বাজারে ভিড় ছিল। এর মধ্যেই গাড়িটি বেপরোয়াভাবে ঢুকে পড়ে গাড়ির মধ্যে। ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় এক বেসরকারি হাসপাতালয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পোঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ।

সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান যে হঠাৎই গাড়িটি বাজারে ঢুকে পড়ে এবং ধাক্কা দিতে শুরু করে। তিনি জানান যে এরপর ওই ঘাতক গাড়ির যাত্রীরা পালিয়ে যেতে চেষ্টা করলে তারা হাতেনাতে ধরে ফেলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular