বুধেও গড়াবে না চাকা! ফের বাতিল ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস

বুধে বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের ভাড়া ফিরিয়ে দেওয়া হবে। আগামী ৩১ জুলাই বুধবার ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল…

Indian Railways will conditionally refund the entire amount of canceled Maitri Express tickets due to the anti-reservation movement in Bangladesh, সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে বাতিল মৈত্রী এক্সপ্রেসের টিকিটের পুরো টাকা শর্ত সাপেক্ষে ফেরাবে ভারতীয় রেল

বুধে বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের ভাড়া ফিরিয়ে দেওয়া হবে। আগামী ৩১ জুলাই বুধবার ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারত সরকারকে ৩১ জুলাই পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল ।

নজির গড়ল দেশের আয়কর বিভাগ, বাড়ছে রিটার্ন জমার সময়সীমা?

   

সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ওইদিনের টিকিটের পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল ৷ তবে সেক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। রেল সূত্রে জানা গিয়েছে কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে । শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই এটি প্রদান করা হবে ৷আরও জানা গিয়েছে যে টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে । টিডিআর ইস্যু করা হবে না ।

কয়েকগুণ বাড়ল ভারতীয় সেনার চিন্তা! প্যাংগং হ্রদে চিনা সেতুতে চলছে যান

প্রসঙ্গত কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। এখন সেই পরিস্থিতি কিছুটা হলেও শান্ত। ঝরেছে শতাধিক প্রাণ। বিক্ষোভ-প্রতিবাদে গোটা দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। এই আন্দোলনকে হিংসাত্মক করে তোলা ও শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি-জামাতের মতো সমমনস্ক দলগুলোর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিএনপি-জামাত-ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।