আরজি করের প্রসঙ্গ টেনে মহুয়ার গলায়, ‘ এটা আমার সঙ্গেও হতে পারে…’

অবশেষে আরজি কর প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই ঘটনার প্রতি তাঁর বক্তব্য…

mahua moitra

অবশেষে আরজি কর প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই ঘটনার প্রতি তাঁর বক্তব্য তুলে ধরেন। শুধু তাই নয়, এই ঘটনার জন্য আরজি করে দায়িত্ব প্রাপ্তদের তিনি আতশ কাঁচের তলায় রেখেছেন। এই সঙ্গে তিনি ভয়ের কথাও শুনিয়েছেন। এই ঘটনার তাঁর সঙ্গে, এমনকি যে কোনও সাধারণ মানুষের সঙ্গেও হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

   

তাঁর কথায়, ‘আরজি করের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা ন্যায্য।’ তবে পাশাপাশিই বলেছেন,’রাজ্য সরকার সবসময় পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে। সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধিরা কিছু গোপন করার চেষ্টা করছেন বলে যে তত্ত্ব উঠে আসছে, তা সম্পূর্ণ মিথ্যা।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, ‘ রাস্তায় যে প্রতিবাদ চলছে, তা আমরা বুঝি। এই ভয়, এই নিরাপত্তাহীনতার শঙ্কা পুরোটাই সত্যি। এটা আমার সঙ্গেও হতে পারে, আপনার সঙ্গেও হতে পারে, যে কারও সঙ্গে হতে পারে। অন্তত কর্মক্ষেত্রে নিরাপত্তাটুকু আমরা আশা করতে পারি। যাঁরা নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে আমরা আছি।’ 

স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?

একই সঙ্গে রাজ্য সরকারের ভাল কাজের খতিয়ান তুলে ধরেন মহুয়া। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে দেশের মধ্যে কলকাতা যে সবচেয়ে ‘সুরক্ষিত শহর’ সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের সাংসদ। তিনি সেই সঙ্গে আরও জানান যে, ‘রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সিবিআইকে সব রকম সাহায্য করছে। পুলিশ কোথাও কিছু গোপন করেনি।’ কিন্তু এই ঘটনার পর থেকে সমাজমাধ্যমে নেটিজেনরা তৃণমূলের মহিলা সাংসদরা কেন নীরব সেই নিয়ে কটাক্ষ করেছিল। সেই কটাক্ষের প্রত্যুত্তরই কি এই ভিডিও বার্তা, প্রশ্ন উঠেছে।