মহালয়া থেকেই রাস্তায় বাড়তি পুলিশ, পুজোর ভিড় নিয়ন্ত্রণে জেলায় জেলায় বিশেষ পদক্ষেপ

কলকাতা: গণনার অপেক্ষা শেষ হতে চলেছে। আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেবীপক্ষের সূচনায় মহালয়া থেকেই রাজ্যজুড়ে জনজোয়ার নেমে আসে। কলকাতা,…

কলকাতা: গণনার অপেক্ষা শেষ হতে চলেছে। আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেবীপক্ষের সূচনায় মহালয়া থেকেই রাজ্যজুড়ে জনজোয়ার নেমে আসে। কলকাতা, শহরতলি থেকে মফস্বল— সর্বত্র মানুষ ভিড় জমান প্রতিমাদর্শনে। এই ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহালয়া থেকেই সক্রিয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)।

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। কেবলমাত্র কলকাতায় নয়, প্রত্যন্ত গ্রাম ও মফস্বল এলাকাতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “যে জেলায় যেমন পুজো হয়, সেই অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

   

মহালয়ার দিন ভোর থেকেই রাজ্যের বিভিন্ন ঘাটে তর্পণ উপলক্ষে বিপুল ভিড় হয়। সেই কারণে প্রতিটি ঘাটে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাভেদ শামিম জানিয়েছেন, সুরক্ষার পাশাপাশি ট্রাফিকও সচল রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রচলিত পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে হোমগার্ড, এনসিসি সদস্য এবং স্থানীয় যুবকদের। এ ছাড়াও প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো হবে। পুজোর ভিড় মানেই যানজট। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ভিড় সামলানোর পাশাপাশি গাড়ির গতিবিধি সচল রাখাই অগ্রাধিকার। গুরুত্বপূর্ণ রাস্তায় ডাইভারশন, বিকল্প রাস্তা এবং ওয়ানওয়ে ব্যবস্থা চালু করা হবে। কলকাতা মেট্রো শহর ছাড়াও হাওড়া, হুগলি, নদীয়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর— সর্বত্র একইরকম ব্যবস্থা থাকবে।

Advertisements

শামিম আলাদা করে উল্লেখ করেছেন নদীয়ার রানাঘাটের কথা। সেখানে কল্যাণী আইটিআই মোড় এবং অভিযান সংঘের দুর্গাপুজোতে প্রতিবছর ভিড় হয় উপচে পড়া। এবছরও সেই ভিড় সামলাতে পুলিশ ইতিমধ্যেই হোমওয়ার্ক সেরে ফেলেছে।

দুর্গাপুজোর প্রধান দিনগুলি শেষ হওয়ার পর প্রতিমা নিরঞ্জন উপলক্ষে আয়োজিত হয় নানা কার্নিভাল। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই কার্নিভালে বিপুল ভিড় হয়। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্নিভাল দিবসেও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।

এডিজি শামিমের কথায়, “বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আমরা চাই দর্শনার্থীরা নিরাপদে আনন্দ করুন। সেই জন্য আগে থেকে সমস্ত পরিকল্পনা তৈরি রাখা হয়েছে।’’ মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত দীর্ঘ উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।