মেডিক্যালে মৃত্যু শুভদীপের, মদন শোকাহত

মদন মিত্রের তৎপরতেও হলনা শেষরক্ষা। মেডিক্যালে মৃত্যু এসএসকেএম হাসপাতাল ফেরত যুবক শুভদীপ পালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, বাইক দুর্ঘটনায় জখম হন…

মেডিক্যালে মৃত্যু শুভদীপের, মদন শোকাহত

মদন মিত্রের তৎপরতেও হলনা শেষরক্ষা। মেডিক্যালে মৃত্যু এসএসকেএম হাসপাতাল ফেরত যুবক শুভদীপ পালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, বাইক দুর্ঘটনায় জখম হন শুভদীপ পাল নামে ওই যুবক। তিনি নিজেও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। গত শুক্রবার রাতে যুবককে নিয়ে

এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করাতে যান স্বয়ং মদন মিত্র। অভিযোগ, সেখানে রোগীর চিকিৎসা হয়নি। বেড খালি নেই বলে তাকে জানানো হয়।

ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র। সিপিএম আমলে ১ মিনিটেই হাসপাতালে রোগী ভরতি করানো যেত, এমন মন্তব্য করে এই মুহূর্তে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করেন।

Advertisements

এসএসকেএম হাসপাতালে প্রত্যাখ্যাত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন শুভদীপ পাল। রবিবার ওই হাসপাতালে তাঁকে দেখতে যান মদন মিত্র। রোগীকে দেখতে গিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দেন।

মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার। সূত্রের খবর, তিনবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শুভদীপের। দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ মদন মিত্র।