Madan Mitra: ‘ভুলে যাওয়া’ মুকুলের রোগে আক্রান্ত মদন মিত্র

‘আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। এসএসকেএম-এ গিয়ে কী বলেছি মনে নেই।’ এমনই মন্তব্য করেছেন কামারহাটির তণমূল বিধায়ক (Madan Mitra) মদন মিত্র। Advertisements SSKM হাসপাতালে রোগী…

‘আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। এসএসকেএম-এ গিয়ে কী বলেছি মনে নেই।’ এমনই মন্তব্য করেছেন কামারহাটির তণমূল বিধায়ক (Madan Mitra) মদন মিত্র।

Advertisements

SSKM হাসপাতালে রোগী ভর্তি না করতে পেরে  রাজনীতির মঞ্চ থেকে অবসর জল্পনাও উসকে দিয়েছিলেন তিনি। নিশানা করেছলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেছিলেন সিপিএম জমানায় এক মিনিটে কাজ হয়ে যেত। 

   

প্রসঙ্গত, সম্প্রতি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে ভর্তি করাতে নিজে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মদন মিত্র। তবে ওই যুবককে পিজি হাসপাতালে ভর্তি করানো যায়নি। বেড নেই বলে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মদন।

এই ঘটনার পরপরই মদন মিত্র ক্ষোভে  ফেটে পড়েন। পরে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কথা বলেন মদন মিত্রের সঙ্গে। তারপরেই ভোলবদল মদনের।

এসএসকেএম হাসপাতালে গিয়ে তিনি যা বলেছিলেন সেই বিষয়টি নিয়েই তাঁকে ফের প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে এবার মদন মিত্র বলেন, ‘আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। এসএসকেএম-এ গিয়ে কী বলেছি মনে নেই। গাভাসকার, সচিন, ধোনিরা অবসর নিলে মদন মিত্র অবসর নেবে না কেন? যাঁরা রাজনীতি করে তাঁরাও তো অবসর নিতে পারে।

অবসর নিলে বাচ্চাদের পড়াব। ছোটদের পড়াতে চাই, নিজেও পড়তে চাই। আমার মনে হচ্ছে আমি ব্যাক ডেটেড হয়ে যাচ্ছি। বিধায়ক পদও ছেড়ে দেব। তবে তৃণমূল ছাড়ব না। আর মা মাটি মানুষও ছাড়ব না।’