সকাল সকাল ঝটকা খেলেন দেশবাসী, দাম বাড়ল রান্নার গ্যাসের

মাসের প্রথম দিনেই দেশজুড়ে গ্যাসের নতুন দাম জারি হল। আর এই দাম দেখে চমকে গিয়েছেন সকলে। মাথায় হাত পড়েছে বহু মানুষের। কারণ আজ ১ সেপ্টেম্বর…

Commercial LPG Cylinder Prices Cut, New Rates Applicable From Today

মাসের প্রথম দিনেই দেশজুড়ে গ্যাসের নতুন দাম জারি হল। আর এই দাম দেখে চমকে গিয়েছেন সকলে। মাথায় হাত পড়েছে বহু মানুষের। কারণ আজ ১ সেপ্টেম্বর আবার নতুন করে রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম বেড়ে গেল।

আজ রবিবার ছুটির দিন তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৯ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রির দাম আজ থেকে ১,৬৯১.৫০ টাকা।

   

আসলে প্রতি মাসের প্রথম তারিখেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে তেল বিপণন সংস্থাগুলি আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৯ টাকা বাড়িয়েছে। দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৬৯১ টাকা। উত্তরপ্রদেশে ১৮৪২ টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে। অন্যদিকে আজ থেকে কলকাতা শহরে সিলিন্ডার পাওয়া যাবে ১৮০২ টাকায়। মুম্বইয়ে সিলিন্ডার পাওয়া যাবে ১৬৪৪ টাকায়। চেন্নাইয়ে সিলিন্ডার হয়েছে ১৮৫৫ টাকা।

তবে একটাই স্বস্তি, ১৪.২ কেজি দেশীয় গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪ কেজি এলপিজির দাম আগস্টের মতোই রয়েছে। দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২ টাকা, চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা এবং উত্তরপ্রদেশে ৮৪০.৫০ টাকা। যেখানে উজ্জ্বলার সুবিধাভোগীদের জন্য এর দাম ৬০৩ টাকা।

Advertisements