ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Cylinder)। রান্নার গ্যাসের দাম কমলেও সেটা আসলে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial gas cylinder)। অর্থাৎ গৃহস্থের বাড়ির গ্যাসের দাম কমেনি (Domestic Gas Cylinder)। এর ফলে লাভ হবে দোকান, হোটেল এবং রেস্তরাঁগুলিতে।
জুন মাসের প্রথম দিন থেকেই ধার্য হল ১৯ কেজির বাণিজ্যিল সিলিন্ডারের নতুন দাম। জানা যাচ্ছে, গতকাল (বুধবার) থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৮৫ টাকা।
বাণিজ্যিক ১৯ কেজির ব্লু এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৯৬০ টাকা ৫০ পয়সা। এবার সেটা কমে হল ১৮৭৫ টাকা ৫০ পয়সা।
মে মাসের শুরুতেও ১৭১ টাকা ৫০ পয়সা দাম কমেছিল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের। এর ফলে কলকাতায় নতুন দাম হয়েছিল ১৯৬০ টাকা ৫০ পয়সা।
তবে দাম কমল না ঘরোয়া রান্নার গ্যাসের। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রইল। অর্থাৎ আগের মত ১১২৯ টাকা দামই রইল।
প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক এবং ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হয়। নতুন দাল আজ বৃহস্পতিবার থেকেই কার্যকরী হবে।