Loksabha election 2024 : ভোটকর্মীদের সুস্থ থাকতে একগুচ্ছ গাইড লাইন প্রকাশ কমিশনের

প্রতিবারই ভোটের সময়কালে প্রচণ্ড গরম থাকে দেশ জুড়ে। তীব্র দাহদাহে মধ্যে এই গোটা ভোট প্রক্রিয়া চালাতে অসুস্থ হয়ে পড়ে অনেক ভোটকর্মীরা। তাই এইবছর আগেভাবেই সতর্ক…

"Election Commission Starts Training for BLOs in West Bengal Ahead of 2026 Assembly Elections

প্রতিবারই ভোটের সময়কালে প্রচণ্ড গরম থাকে দেশ জুড়ে। তীব্র দাহদাহে মধ্যে এই গোটা ভোট প্রক্রিয়া চালাতে অসুস্থ হয়ে পড়ে অনেক ভোটকর্মীরা। তাই এইবছর আগেভাবেই সতর্ক হয়ে গেল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের সুস্থ রাখতে তাঁরা একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ভোট প্রক্রিয়া চলবে ১ জুন পর্যন্ত।বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে দেওয়া করা সেই গাইডলাইন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, ওআরএস জাতীয় পানীয় খেতে হবে। সুস্থ থাকতে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত রোদে বেরনো যাবে না। প্রচুর পরিমাণে জল খেতে হবে, হালকা খাবার খেতে হবে। পরনে থাকবে সুতির পোশাক, সানগ্লাস এবং টুপি। সবসময় সঙ্গে রাখতে হবে জল। চা, কফি ও মদ যতটা সম্ভব কম খাওয়ার কথা বলা হয়েছে।

   

বাসি খাবার, অধিক প্রোটিন জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়েছে । এছাড়া ছাতা সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

Advertisements

প্রসঙ্গত মোকাবিলা দফতরের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। এই বছর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তাই আগেভাবে সতর্ক কমিশন।