সোমের পর ফের মঙ্গলেও! যাত্রী দুর্ভোগ শিয়ালদহ শাখায়

   সোমবারের পরে ফের মঙ্গলবারের প্রবল দেরিতে চলছে শিয়ালদহ মেন শাখার প্রায় সব লোকাল ট্রেন। শুধু শিয়ালদহ মেন শাখা নয়, শিয়ালদহ-বনগাঁ শাখা এবং শিয়ালদহ- ডানকুনি…

Sealdah all-rake-will-be-12-car-from-1-july-in-eastern-railway-as-per-rail-board
  

সোমবারের পরে ফের মঙ্গলবারের প্রবল দেরিতে চলছে শিয়ালদহ মেন শাখার প্রায় সব লোকাল ট্রেন। শুধু শিয়ালদহ মেন শাখা নয়, শিয়ালদহ-বনগাঁ শাখা এবং শিয়ালদহ- ডানকুনি শাখায় ট্রেনও দীর্ঘক্ষণ দেরিতে চলছে বলে জানা গিয়েছে। গত রবিবার শিয়ালদহ শাখার লাইন সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার পরেও কেন এই সমস্যা? উত্তর নেই রেলের কাছেও। সোমবার প্রায় সারাদিন লোকাল ট্রেন প্রবল দেরিতে চলার পরে মঙ্গলেও প্রায় সব ট্রেন গড়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট দেরিতে চলছে।

টানা ৩৬ দিন কাজ, হাওড়া শাখায় লোকাল ট্রেন চলাচলে বিরাট পরিবর্তন

প্রসঙ্গত গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় লাইন সম্প্রসারণ এবং অন্যান্য কাজের জন্য ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছিল। চরম দুর্ভোগে পড়েছিল সহস্র যাত্রী। ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক যাত্রীর, তারপরেও রেলের দাবি ছিল সব কিছু স্বাভাবিক আছে। কাজ মিটে গেলেও রেল ঘটা করে জানিয়েছিল যে নতুন লাইন দিয়ে রেল চলাচল করছে এবং এইটি একটি অভাবনীয় কাজ। কিন্তু সোমবার কাজের দিন চরম দুর্ভোগ হয় যাত্রীদের।

   

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে ফোন করা হলে তিনি উত্তর দেননি। গত সোমবার এই দুর্ভোগের জন্য যাত্রী অবরোধ হয় বারাসাতে। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ে বলেও জানা গিয়েছে। তারপরে ফের মঙ্গলেও চরম বিপত্তি। এই দুর্ভোগের কারণ সঠিক ভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে, নতুন লাইনে গাড়ি ঢুকতে বেরোতে সময় লাগছে, এছাড়াও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য এই দেরি।