লোকাল ট্রেনের শতবর্ষ উপলক্ষে হাওড়া স্টেশনে নতুন অত্যাধুনিক ট্রেন উদ্বোধন

ভারতীয় লোকাল ট্রেন সার্ভিস একশো বছরের মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষে হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর নতুন অত্যাধুনিক লোকাল…

লোকাল ট্রেনের শতবর্ষ উপলক্ষে হাওড়া স্টেশনে নতুন অত্যাধুনিক ট্রেন উদ্বোধন

ভারতীয় লোকাল ট্রেন সার্ভিস একশো বছরের মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষে হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর নতুন অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন করেছেন।

শহরের সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে লোকাল ট্রেনের ভূমিকা অতুলনীয়। প্রতি দিন লক্ষ লক্ষ যাত্রী কলকাতায় যাতায়াতের জন্য লোকাল ট্রেন ব্যবহার করেন।

একশো বছরে লোকাল ট্রেন সেবার বিবর্তন:

১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত চালু হয় প্রথম ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) লোকাল ট্রেন, যেটা ছিল ভারতের লোকাল ট্রেন যাত্রার শুরু। এরপর ইএমইউ সার্ভিস পশ্চিম, উত্তর এবং পূর্ব রেলওয়ে জোনে ছড়িয়ে পড়ে। পূর্ব রেলের পক্ষ থেকে ১৯৫০-এর দশকে হাওড়া এবং শেওড়াফুলি জংশনের মধ্যে প্রথম ইএমইউ ট্রেন চালু হয়। বর্তমানে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে প্রতিদিন ৯ লাখেরও বেশি যাত্রী শহরতলির বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় আসেন।

নতুন লোকাল ট্রেনের উদ্বোধন:

লোকাল ট্রেনের শতবর্ষ পূর্তি উপলক্ষে হাওড়া স্টেশনে অত্যাধুনিক নতুন ট্রেনের উদ্বোধন করেছেন মিলিন্দ দেওসকর। তিনি জানান, গত একশো বছরে লোকাল ট্রেনের যাত্রী বহন ক্ষমতা অনেক বেড়েছে এবং এখন প্রায় শতভাগ রেললাইন বৈদ্যুতিক করা হয়েছে। তবে ট্রেনের সঠিক সময়ে চলাচলের জন্য ট্র্যাক এবং সিগন্যাল সিস্টেমের আরও উন্নতি করা প্রয়োজন, এবং সে কাজও চলছে।

শুধু ট্রেন নয়, ট্রেন পরিকাঠামোও উন্নত হচ্ছে:

Advertisements

কল্যাণী-রানাঘাট রুটে তৃতীয় লাইনের কাজ চলছে, যা সম্পূর্ণ হলে ট্রেনের গতি বৃদ্ধি পাবে। তবে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল অফিস টাইমে ট্রেন দেরি হওয়া ও বাতিল হওয়ার ব্যাপারে। এই প্রসঙ্গে মিলিন্দ দেওসকর বলেন, “বেনারস রোড রেল ব্রিজ এবং চাঁদমারি রেল ব্রিজ নির্মাণের কারণে কিছু ট্রেন বাতিল হয়েছে, কারণ লেভেল ক্রসিং পার করতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে। তবে নতুন লাইনের কাজ এবং উন্নত সিগন্যাল সিস্টেমের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

দ্রুত গতির ট্রেনের আগমন:

তিনি আরও জানান, অত্যাধুনিক থ্রি ফেজ ইএমইউ লোকাল ট্রেন আনা হচ্ছে, যার মাধ্যমে ট্রেনের গতি বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুত হবে। এই ধরনের আধুনিক ট্রেন যাত্রীদের আরও দ্রুত এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।

লোকাল ট্রেন সেবার শতবর্ষের এই অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয়, ভারতীয় রেলওয়ে প্রতিনিয়ত তার পরিকাঠামো ও প্রযুক্তির উন্নতি করে যাচ্ছে যাতে যাত্রীদের যাত্রা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করা যায়।