রেলের জরুরি কাজের জন্য বুধবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী বুধবার, ১৪ অগস্ট হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন (Local Train Cancelled)। লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী বুধবার, ১৪ অগস্ট হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন (Local Train Cancelled)। লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ১৪ অগস্ট বুধবার জনাই রোড স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপ হাওড়া বর্ধমান কর্ড ৩৬৮১১ (৪:০০) এবং ডাউন বর্ধমান হাওড়া কর্ড ৩৬৮১২ (২:৫৮) ট্রেন বাতিল থাকবে। ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে এবং ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ১৪.০৮.২০২৪ তারিখে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

   

এই ব্লকের ফলে ট্রেন পরিষেবায় সামান্য বিঘ্ন ঘটবে। যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে রেল। একই সঙ্গে যাত্রীদের বিকল্প যানবাহন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। রেলের আধিকারিকদের কথায়, ট্রাফিক ব্লকের ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন।

পিতৃহারা সজল, প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ

গত রবিবারও হাওড়া ডিভিশনে প্রচুর ট্রেন বাতিল করা হয়। সেগুলি হল – ০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার স্পেশাল, যেটি আজিমগঞ্জ থেকে বেলা ১১.৩০-এ ছাড়ে, ০৩০৬১ কাটোয়া-আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল, যেটি কাটোয়া থেকে দুপুর ২টোয় ছাড়ে, ৩৭৮৩১ হাওড়া-বর্ধমান গ্যালোপিং লোকাল, যেটি হাওড়া থেকে দুপুর ২টো ২০-তে ছাড়ে।

গত রবিবারের বাতিল ট্রেনের তালিকা – ৩৭৬১১ হাওড়া-পান্ডুয়া লোকাল, যেটি হাওড়া থেকে বেলা ১১টা ৪২-এ ছাড়ে, ৩৭৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল, যেটি বর্ধমান থেকে দুপুর ১২টা ২৫-এ ছাড়ে, ৩৭৬১৪ পান্ডুয়া – হাওড়া লোকাল, যেটি দুপুর ১টা ৩০-এ পান্ডুয়া থেকে ছাড়ে।

আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা