পুজোর মাঝেই বন্ধ মদের দোকান, জেনে নিন তারিখ

কলকাতা: শারদ উৎসবের আবহে ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা ও গোটা পশ্চিমবঙ্গ। পঞ্চমী পেরিয়ে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে, রাস্তায় নেমেছে মানুষের ঢল। দেবীর আরাধনার পাশাপাশি…

Image of bottles of various liquors arranged neatly on shelves

কলকাতা: শারদ উৎসবের আবহে ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা ও গোটা পশ্চিমবঙ্গ। পঞ্চমী পেরিয়ে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে, রাস্তায় নেমেছে মানুষের ঢল। দেবীর আরাধনার পাশাপাশি দুর্গাপুজো মানেই আড্ডা, খাওয়াদাওয়া ও আনন্দ। আর সেই আনন্দের অন্যতম অংশ হিসেবে অনেকের কাছেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মদ্যপান। কিন্তু এবারের পুজোয় একদিন ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ ওই দিন রাজ্যের কোনও মদের দোকান (Liquor Shops) খোলা থাকবে না।

Advertisements

২ অক্টোবর ২০২৫, অর্থাৎ বিজয়া দশমীর দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। একই দিনে পালিত হবে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। প্রতি বছরই এই দিনে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকে। ফলে দুর্গাপুজোর আনন্দের মাঝেই সেই নিয়ম জারি থাকবে এবছরও।

   

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের সব মদের দোকান বন্ধ রাখতে হবে। কোনও ধরনের বিক্রি বা পরিবেশন করা যাবে না। এমনকি রেস্তোরাঁ ও বারে মদ পরিবেশনেও বিধিনিষেধ থাকবে। আইন ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে এক্সাইস দফতর।

পূর্বে দুর্গাপুজোর সময় মদের দোকান বন্ধ রাখার নিয়ম ছিল আরও কঠোর। অষ্টমীর দিন গোটা দিন এবং দশমীর দিন বিকেল ৫টার পর দোকান বন্ধ রাখতে হত। কিন্তু ২০১৬ সালে সেই পুরনো নিয়ম বাতিল করে রাজ্য সরকার পুজোর সময় দোকান খোলা রাখার অনুমতি দেয়। একইসঙ্গে ড্রাই ডে-র সংখ্যাও কমিয়ে আনা হয়।

দুর্গাপুজোর সময় সাধারণত মদের বিক্রি অনেকটাই বেড়ে যায়। হোটেল, রেস্তোরাঁ ও বারের ব্যবসাও তুঙ্গে থাকে। অনেকেই আগেভাগে মজুত করে রাখেন পছন্দের পানীয়। তাই এবারের পুজোয়ও বিজয়া দশমীর আগেই পরিকল্পনা করে নেওয়া উচিত। কারণ ওই দিন মদ কেনা বা খাওয়ার কোনও সুযোগ থাকবে না।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ঐতিহাসিক কারণও। গান্ধীজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে অহিংসা ও সংযমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। তারই অংশ হিসেবে প্রতি বছর ২ অক্টোবর ড্রাই ডে হিসেবে পালন করা হয়। এবার তা মিলেছে দুর্গাপুজোর বিজয়া দশমীর সঙ্গে। তাই পুজোর আনন্দে সামান্য ছেদ পড়লেও, প্রশাসন মনে করছে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানোর এটিই সঠিক উপায়।

উল্লেখ্য, অতীতে পুজোর সময় দেড় দিন বন্ধ থাকত মদের দোকান। এখন নিয়ম অনেকটাই শিথিল হলেও ড্রাই ডে-র নিয়মে কোনও পরিবর্তন হয়নি। আইন ভঙ্গ করলে দোকানের লাইসেন্স বাতিল, জরিমানা বা প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।