ইতিহাসের পাতায় হয়তো কোনো এক সময়ে লেখা থাকবে ৪ সেপ্টেম্বর ২০২৪ সালের কথা। কারণ সমগ্র কলকাতা শহর রীতিমতো রেকর্ড গড়ল। আরজি কর-কাণ্ডের প্রতিবাড জানাতে সারা শহর আজ ইচ্ছে করেই অন্ধকারে ডুবেছে। শুধু কী তাই, আজ রাতে নতুন এক ইতিহাস গড়ল কলকাতা শহরের বিখ্যাত স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল (Victoria Memorial)। ঘটনার প্রতিবাদে নেভানো হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আলো।
আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে টানা ১ ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ দেখালো শহর। আলো নিভিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও। বিগত বেশ কিছু সময় ধরেই আরজি করে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। মিলেমিশে গিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন। তবে আজকের দিনটা হয়তো শহরবাসী কোনদিনও ভুলতে পারবেন না।
শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় আলো নিভিয়ে চলছে ঘটনার তীব্র প্রতিবাদ। কলকাতার রাজভন থেকে সুর করে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর আলো নিভিয়ে দেওয়া হয়েছে। এক কথায় আজ বেনজির প্রতিবাদের সাক্ষী থাকলেও গোটা কলকাতার শহর সহ সমগ্র দেশ।
এদিকে আরজি কর ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মোমবাতি মিছিল করলেন বিজেপি নেতা ডঃ ইন্দ্রনীল খানের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। সংস্কৃতি মন্ত্রকের অধীনে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ নাগরিক সমাজের দলগুলোর সঙ্গে সংহতি জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের আলো নিভিয়ে দিয়েছে। আজ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো বন্ধ করার আহ্বান জানিয়েছে।
#WATCH | Kolkata, West Bengal: People switch off their lights as a symbol of protest against the RG Kar Medical College & Hospital rape-murder incident.
(Visuals from Victoria Memorial) pic.twitter.com/FXSx273Y8d
— ANI (@ANI) September 4, 2024
Today the entire city of #Kolkata Turned-Off the lights from 9-10pm in solidarity with doctors. Even kids of 7-8yrs are coming forward in Victoria Memorial & asking for the justice against the brutal Rape & Murder of the doctor at #RGKARmedical.
WE WILL NOT STOP ✊🏻🙏🏻 pic.twitter.com/8PzlKnLOaR— Priyanka Sharma 🇮🇳 (@Priyankabjym) September 4, 2024