জন্মাষ্টমীতে মেট্রো চলাচলে হেরফের! আগামী সোমবার সময়সূচিতে বদল?

আগামী সোমবার (২৬ অগস্ট, ২০২৪) জন্মাষ্টমী। স্বাভাবিকভাবেই সরকারি ছুটির দিন। বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অফিস, আদালত। ফলে জন্মাষ্টমীর দিন কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে…

Kolkata Metro has decided to run extra metro tonight on dakhineshwar to new garia howrah maidan to esplanade rute আজ রাতে চলবে বাড়তি মেট্রো, জানুন কোন রুটে কতক্ষণ?

আগামী সোমবার (২৬ অগস্ট, ২০২৪) জন্মাষ্টমী। স্বাভাবিকভাবেই সরকারি ছুটির দিন। বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অফিস, আদালত। ফলে জন্মাষ্টমীর দিন কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে, দু’টি মেট্রোর ব্যবধানের ক্ষেত্রে সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। এছাড়া, প্রতিটি রুটেই প্রথম এবং শেষ মেট্রোও চলবে নির্দিষ্ট সময়েই।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে আগামী সোমবার কম সংখ্যায় মেট্রো চলবে। তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রো (পার্পল) রুটে স্বাভাবিকই থাকবে মেট্রো চলাচল।

   

কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ২৮৮টি মেট্রো চলে। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী সোমবার ওই শাখায় ২৩৪টি মেট্রো চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ এবং ডাউন শাখায় মোট ১০৬টি মেট্রো চলে। তবে ওইদিন ৯০টি মেট্রো চলবে।

ডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসছে এলকোহল ডিটেক্টর!

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপ ও ডাউন শাখায় প্রতিদিন মোট ১৩০টি মেট্রো চলে। জন্মাষ্টমীতে ওই শাখায় মোট ১২২টি মেট্রো চলবে।

তবে, প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে। ওইদিন দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় সকাল ৬টা ৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো সকাল ৭টায় শুরু হবে। শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। অন্যান্যদিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় রাত ৯টা ২৮ মিনিট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে শেষ পরিষেবা।

দমদম থেকে কবি সুভাষ শাখায় ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ শাখায় সকাল ৬টা ৫৫ মিনিটে শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। এই শাখায় শেখ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭টা ৫ মিনিট থেকে মেট্রো পাওয়া যাবে। রাত ৯টা ৪০ মিনিটে এই শাখায় ছাড়বে শেষ মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া শাখায় প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও বদল নেই।