শূন্যপদে মৃতের উত্তরাধিকারীর চাকরি চেয়ে বাম সংগঠনের ডেপুটেশন

নিউজ ডেস্ক, বাঁকুড়া: শূণ্যপদে মৃতের উত্তরাধিকারীর চাকুরী, অস্থায়ী কর্মীদের পূর্ণবেতন ও স্থায়ীকরণ, নতুন পে স্কেলে ঘোষিত গ্র্যাচুইটি প্রদান সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন সি.আই.টি.ইউ…

Left union submited deputation on job distribution

নিউজ ডেস্ক, বাঁকুড়া: শূণ্যপদে মৃতের উত্তরাধিকারীর চাকুরী, অস্থায়ী কর্মীদের পূর্ণবেতন ও স্থায়ীকরণ, নতুন পে স্কেলে ঘোষিত গ্র্যাচুইটি প্রদান সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন সি.আই.টি.ইউ এবং এ.আই.টি.ইউ.সি কর্মীরা।

বৃহস্পতিবার দুই বাম শ্রমিক সংগঠন অনুমোদিত বাঁকুড়া জেলা পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বাঁকুড়া জেলা পৌর মজদুর ও কর্মচারী ইউনিয়নের তরফে বাঁকুড়া পৌরসভার ‘প্রশাসক’কে নিজেদের দাবী-দাওয়া সম্বলিত দাবিপত্র তুলে দেওয়া হয়।

স্মারক লিপি জমা দেওয়ার আগে বাঁকুড়া পৌরসভার সামনে এক সংক্ষিপ্ত সভায় সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Advertisements

আন্দোলনকারী দুই সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এর আগে কর্মরত অবস্থায় কোন পৌরকর্মী মারা গেলে সংশ্লিষ্ট পরিবারের একজনকে দৈনিক ২৫০ টাকা মজুরীতে অস্থায়ীভাবে নিয়োগ করা হতো। কিন্তু বিগত পৌর বোর্ড সেই প্রথা ভেঙ্গে মৃত কর্মচারীর পরিবারের একজনকে দৈনিক ১৫০ টাকা মজুরীতে নিয়োগ করছে। এই ঘটনার বারবার প্রতিবাদ জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার এবিষয়ে বলেন, ওদের দাবি দাওয়া থাকবেই। তবে ওই বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।