বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান বামেদের, মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা

আরজি কর কাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি প্রায় তোলপাড় হয়ে উঠেছে৷ ঠিক সেই সময়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে লালবাজার অভিযানে পথে নেমেছে বামেরা।…

আরজি কর কাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি প্রায় তোলপাড় হয়ে উঠেছে৷ ঠিক সেই সময়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে লালবাজার অভিযানে পথে নেমেছে বামেরা। আজ সোমবার তাঁরা মিছিল করে ধর্মতলা থেকে শুরু করে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে লালবাজারের অভিমুখে এগোন৷

যদিও লালবাজারে যাওয়ার আগেই বেন্টিঙ্ক স্ট্রিটে সেই মিছিলকে রুখতে ব্যারিকেড করে দিয়েছেন পুলিশ৷ তবে লালবাজারের আগেই প্রায় ৯ ফুটের এক লৌহকপাট করে দেওয়া হয়৷ যদিও তার আগেই বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে আন্দোলনকারীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে পুলিশের।

   

কয়েকদিন আগেই জুনিয়র চিকিৎসকেরাও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে হাতে গোলাপ ও প্রতীকী শিরদাঁড়া নিয়ে অভিনব মিছিল করেন৷ কিন্তু সেই মিছিল আটকাতে কলকাতা পুলিশ একেবারে ৯ ফুটের লৌহকপাট তৈরি করে ফেলেছিল৷ তবে ডাক্তারদের দল তাঁদের দাবিতে অনড় ছিল৷ তাঁদের দাবি অনুযায়ী, সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে৷ আর সেই পদত্যাগ পত্র পুলিশ কমিশনারের হাতেই তুলে দেবেন তাঁরা৷ যদিও চিকিৎসকদের দাবি মানতে চাননি পুলিশপ্রশাসন৷

সেই কারণেই সারারাত পথেই কাটিয়েছিলেন জুনিয়র চিরিৎসকেরা৷ বারংবার ডাক্তারদের বুঝিয়েও কোনও সুরাহা পাননি পুলিশ প্রশাসন৷ শেষমেস স্টেথোর চাপে সরাতে হয়েছে শিকল দিয়ে বাঁধা লৌহ কপাট৷ এরপর চিকিৎসকদের একাংশ প্রতীকি শিরদাঁড়া নিয়ে ভিতরে যান সেই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতেই সেই পদত্যাগ পত্র জমা দেন৷ এবার সেই একই দাবির তালিকায় পথে নেমেছেন বামফ্রন্ট৷ তাঁদের দাবি, সিপির পদত্যাগ৷ আজকের পর আগামী ১৩ সেপ্টেম্বর ফের কলকাতার রাজপথে নামতে চলেছেন বামফ্রন্ট৷

উক্তদিনে তাঁরা বিকেল থেকে এই মিছিল শুরু করবেন, এরপর যেখানে তাঁদেরকে আটকে দেওয়া হবে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করবেন বামফ্রন্টের নেতা-কর্মীরা৷ তারপর সারারাত অবস্থান চালিয়ে যাবেন৷ পরের দিন ১৪ সেপ্টেম্বর সেখানেই সভা করবেন৷ এই সভাতে যোগদান করবেন কলকাতা ছাড়াও, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা কর্মী সমথর্কেরা৷ আর এই প্রতিবাদের কর্মসূচির সূচনা ঘটেছে আজ থেকেই৷