প্রতিবাদের আবহে শুরু পুজোর প্রস্তুতি, তৎপর লালবাজার-পুরসভা

পুজোর (Durga Puja) দিন যত এগোচ্ছে ততই বাড়ছে প্রতিবাদের ঝড়। শারদীয়ার নীলচে আকাশে কী এবার দখল নেবে রাত দখলের আলো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রশাসনের…

Lalbazar send letter to Kolkata Municipality corporation over Durga puja preparation and road construction

পুজোর (Durga Puja) দিন যত এগোচ্ছে ততই বাড়ছে প্রতিবাদের ঝড়। শারদীয়ার নীলচে আকাশে কী এবার দখল নেবে রাত দখলের আলো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রশাসনের অন্দরে। এদিকে পুজো যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় তারজন্য ইতিমধ্যেই তৎপরতা বাড়িয়েছে পুলিশ-প্রশাসন। পুজোর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী পুলিশ। বছরভর যান চলাচল ও বর্ষার জেরে শহরের একাধিক রাস্তার বেহাল দশা। সেইসমস্ত সমীক্ষা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শহর জুড়ে একাধিক রাস্তার ২৬৪টি স্থানকে চিহ্নিত করা হয়েছে। মেরামতির প্রয়োজনীয়তার কথা জানিয়ে ইতিমধ্যে সেই তালিকা পুরসভার হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। 

অপরাজিতা বিল পৌঁছবে মোদী-শাহের কাছে, কেন্দ্রের কোর্টে বল ঠেলতে কৌশল রাজ্যের?

   

অন্যান্য বছরের মতো এবারের পরিস্থিতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। রোজই প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে কলকাতায়। তা মোকাবিলায় কালঘাম ছুটছে পুলিশের। ইতিমধ্যে কয়েকটি ক্লাবের তরফে রাজ্য সরকারের পুজোর অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই কলকাতা পুলিশের পুজোর প্রস্তুতিও চলছে।

কাকদ্বীপে গিয়েও মিলিল না স্বস্তি, ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষের বিরুদ্ধে আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা

পুরসভা সূত্রে খবর, তালিকার ২৬৪টির মধ্যে ১৩১টি স্থান ইতিমধ্যে মেরামত করে ফেলা হয়েছে। তবে টানা বৃষ্টির জেরে প্যাচওয়ার্ক বা তাপ্পি দেওয়া রাস্তায় ফের খানাখন্দ তৈরি হতে পারে। সে দিকেও সজাগ দৃষ্টি রয়েছে পুরসভার।

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ভাইরাল ছবি, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

তবে শহর সাজানোর কাজ শুরু হলেও পুজোর সময় আরজি কর কাণ্ড কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আশঙ্কিত পুলিশ-প্রশাসন। প্রতিদিন যেভাবে দিন-রাতের মিছিলে স্তব্ধ হচ্ছে শহর, এমনটা চলতে থাকলে আগামীদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে।