মোদীর বঙ্গসফরের দিন বিজেপিতে বড় ভাঙন! ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ তৃণমূলে

তৃণমূল সেনাপতির হাত ধরে তৃণমূলে এলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। তাও আবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিন। বিজেপিতে বিরাট ভাঙন ধরিয়ে তৃণমূলের পতাকা তুলে দিলেন…

kunar hembram

তৃণমূল সেনাপতির হাত ধরে তৃণমূলে এলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। তাও আবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিন। বিজেপিতে বিরাট ভাঙন ধরিয়ে তৃণমূলের পতাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আগামীকাল লোকসভা ভোটের পঞ্চম দফার ভোট, সেই ভোটের আগে বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে যোগ দিলেন, তাতে কী ভোটারদের মনোবলে প্রভাব পড়তে পারে, উঠেছে প্রশ্ন।

বিদায়ী সাংসদ হওয়া সত্ত্বেও এবার আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তাঁকে টিকিট দেওয়া হবে না বলেই সম্ভবত আঁচ করেছিলেন কুনার হেমব্রম। আর সেই ক্ষোভেই চলতি বছর মার্চের শুরুর দিকে গেরুয়া শিবির ছাড়েন বিদায়ী সাংসদ। যদিও দলত্যাগের সময় ক্ষোভের কথা মুখ ফুটে বলেননি কুনার। বরং তিনি জানান ব্যক্তিগত কারণেই দলত্যাগের সিদ্ধান্ত।

   

২৫ মে ষষ্ঠ দফা ভোট ঝাড়গ্রামে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরেও। এদিন তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রামে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে রোড-শো, তারপর জনসভা। সেই রোড-শোতেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। প্রসঙ্গত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গতবার বেশ ভাল ফল করেছিল বিজেপি। এইবার  প্রণত টুডুকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপি। ঝাড়গ্রামের প্রার্থী ঘোষণা হতেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন কুনার। এইদিন সেই সম্পর্কের ছেদ পড়ল। সদ্য ‘দলবদলু’ কুনার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে ভোটপ্রচারে নামবেন কিনা, তা অবশ্য এখনও কিছুই জানা যায়নি।