কুণাল ঘোষের তীব্র কটাক্ষ: ‘ফেসবুকে বিপ্লব’ করে আত্মা বিক্রি করছে সিপিআইএম!

এবার সোশ্যাল মিডিয়ায় সিপিআইএম-কে তীব্র কটাক্ষ (Kunal Ghosh criticizes CPIM) করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের…

Kunal Ghosh Questions Why Salaries Were Not Returned During the Corona Crisis

এবার সোশ্যাল মিডিয়ায় সিপিআইএম-কে তীব্র কটাক্ষ (Kunal Ghosh criticizes CPIM) করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ আজ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন।”

বিপ্লবের প্রসঙ্গ টেনে এনে তিনি কটাক্ষ করেছেন,” ফেসবুকে বিপ্লব – পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উল্টো শ্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। দ্বিচারিতার দৃষ্টান্ত।

প্রসঙ্গত, ৯ অগস্ট রাতে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের পেরিয়ে গিয়েছে ৪৫ দিন। বিচার আজও অধরা। ন্যায়বিচারের দাবিতে আবারও মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও নানান রকম প্রশ্ন উঠেছিল।

প্রশাসনের গৃহীত পদক্ষেপ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। সেইসময় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধী পক্ষ। বিরোধী মহল স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল।

Advertisements

ঘটনাটি ঘটার একমাস পরেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করে জানান, উৎসবে ফেরায় ভালো। তখন নাগরিক সমাজ উৎসবে ফেরার মন্তব্য নিয়ে তীব্র বিরোধিতা করে।

এরপরই আজ সিপিআইএম-কে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ জানান যে, গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপনে পুজোয় ফেরার কথা লেখা আছে। তিনি কটাক্ষ করে বলতে চেয়েছেন যে, ‘ফেসবুকে বিপ্লব’ ঘটিয়ে নিজেদের ‘আত্মাকে বিক্রি’ করছে সিপিএম। দু’রকম কথা বলার অভিযোগ এনেছেন তিনি এই দলের বিরুদ্ধে।