গুরুতর আহত কুনাল ঘোষ! আগামীকালই অস্ত্রোপচার

কলকাতা, ২৪ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের জীবনে আচমকা দুর্ঘটনা। আজ সকাল সাড়ে আটটা নাগাদ নিজের ফ্ল্যাটের বাথরুমে পা পিছলে…

kunal-ghosh-serious-injury-surgery-tomorrow-kolkata

কলকাতা, ২৪ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের জীবনে আচমকা দুর্ঘটনা। আজ সকাল সাড়ে আটটা নাগাদ নিজের ফ্ল্যাটের বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। মাথা ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে।

প্রথমে বাড়ির লোকেরাই তাঁকে উদ্ধার করে কাছাকাছি একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক্স-রে করা হয়। ছবি দেখে ডাক্তাররা বলেন, “মাথায় গভীর চোট, অবিলম্বে সিটি স্ক্যান করতে হবে এবং পায়ের অবস্থা খুবই খারাপ।”

Advertisements

পঞ্চভূতে বিলীন হি-ম্যান, শেষকৃত্য করলেন পুত্র সানি দেওল

   

দুপুর নাগাদ কুণালবাবুকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি নামী প্রাইভেট হাসপাতালে। সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট দেখে অর্থোপেডিক সার্জনরা জানান, ডান পায়ের টিবিয়া ও ফিবুলা দুটোই মারাত্মক ভাবে ফ্র্যাকচার হয়েছে, একাধিক জায়গায় হাড় চূর্ণ। মাথায়ও ইন্টারনাল ব্লিডিংয়ের আশঙ্কা রয়েছে। তাই তাঁকে তৎক্ষণাৎ আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, কাল সকাল সাড়ে আটটায় তাঁর পায়ে জরুরি অস্ত্রোপচার হবে।

সম্ভবত প্লেট ও স্ক্রু বসিয়ে হাড় জোড়া লাগাতে হবে। মাথার চোটের জন্য নিউরো সার্জনরা ২৪ ঘণ্টা নজর রাখছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছার বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কুণালের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

এই মুহূর্তে কুণাল ঘোষ আইসিইউ-তে আছেন। তাঁর জ্ঞান আছে, কথা বলতে পারছেন, কিন্তু ব্যথায় কাতর। চিকিৎসকদের বক্তব্য, “অপারেশন সফল হলে পায়ে পুরোপুরি আরোগ্য সম্ভব, তবে অন্তত তিন-চার মাস বিশ্রামে থাকতে হবে। মাথার চোটের অবস্থা আরও ২৪ ঘণ্টা পরই নিশ্চিত করে বলা যাবে।”

Advertisements